E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযান জাটকা ইলিশ ও জাল জব্দ

২০২১ ডিসেম্বর ২১ ১৯:০০:৫২
পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযান জাটকা ইলিশ ও জাল জব্দ

পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডে পৃৃথক আভিযানে বিভিন্ন প্রকারের ১ লাখ ১৫ হাজার মিটার অবৈধ জাল ও ১০ মন জাটকা ইলিশ জব্দ করেছে। মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিষখালী নদীর নানা স্থান থেকে জাটকাগুলো জব্দ করা হয় বলে জানান তারা।

কোস্টগার্ডর দক্ষিণ স্টেশন কমান্ডার লে. এইচ এম হারুন অর-রশিদ বলেন, কোস্টগার্ডের নিয়মিত টহল দানকালে বিষখালী নদীর বাইনচটকী ফেরীঘাট থেকে মামুন সিকদারের এফবি ভাই ভাই নামক একটি ট্রলারে তল্লাশী চালিয়ে ১০ মন জাটকা জব্দ করা হয়। এক-ই সময় বিষখালী নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭০ হাজার মিটার কারেন্ট জাল, ৩০ হাজার মিটার চরগড়া, ১৫ হাজার মিটার চিংড়ি জাল ও ১টি বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে বিকেল ৪ টার দিকে জব্দ ইলিশ গুলো বিভিন্ন এতিম খানা ও দুস্থ্যদের মাঝে ভিতরণ করে জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যা ৭ টার দিকে বিষখালী নদীর লালদিয়া এলাকা থেকে এফবি তুলি নামক একটি মাছ ধরা ট্রলার থেকে ২৫ মণ জাটকা জব্দ করে এতিম খানায় বিতরন করে দেয়া হয়।

(এটি/এসপি/ডিসেম্বর ২১, ২০২১)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test