E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে মোবাইল চুরির অভিযোগে সাংবাদিক নামধারী যুবক গ্রেফতার

২০২১ ডিসেম্বর ২২ ১৮:২৬:২৭
ভৈরবে মোবাইল চুরির অভিযোগে সাংবাদিক নামধারী যুবক গ্রেফতার

মিলাদ হোসেন অপু, ভৈরব : কিশোরগঞ্জের ভৈরবে সাংবাদিক ও মানবাধিকারকর্মী নাম ব্যবহার করে মোবাইল চুরির অভিযোগে সনজু (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। 

২১ ডিসেম্বর মঙ্গলবার ভোরে মোবাইল চুরির মামলায় রেলওয়ে পুলিশ শহরের নিউটাউন এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে। তিনি শহরের নিউটাউন এলাকার কফিল উদ্দিনের ছেলে।

জানা যায়, প্রতারণাসহ চুরি করা তার পেশা। সে শহর এলাকায় গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ভৈরব উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিত। এছাড়া সে সাপ্তাহিক অগ্রযাত্রার এন্টি ক্রাইম ইউনিটের অনুসন্ধানমূলক সাংবাদিক, কখনো দৈনিক আজকের জনবানী আবার কখনো আকাশ বিডিনিউজ নেট এর ভৈরব প্রতিনিধি হিসেবে পরিচয় দিত। তার বাইকে লাগানো আছে সাংবাদিকসহ নানা পদবী। তার বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

জানা যায়, গত ১৮ ডিসেম্বর শনিবার বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রী নুরমহল বেগমের একটি দামী আইফোন মোবাইল ট্রেন থেকে চুরি হয়। এই ঘটনায় ভুক্তভোগী নুরমহল ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা করে। তারপর পুলিশ ২০ ডিসেম্বর সোমবার রাতে দুজন ছিনতাইকারীকে আটক করা হয়।

তারা জানান, আইফোনটি ট্রেন থেকে চুরির পর সনজুকে দেয়া হয়েছে। তার অধীনে এবং নির্দেশে তারা ট্রেনে চুরি করে বলে স্বীকার করেন। এরপর সনজুকে ২১ ডিসেম্বর মঙ্গলবার ভোরে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করার পর মঙ্গলবারই তাকে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়।

ভৈরব রেলওয়ে থানার এসআই রুমেল জানান, গ্রেফতার সনজু ছিনতাইকারীর লিডার। তার বিরুদ্ধে থানায় ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে। তিনি এলাকায় কখনো সাংবাদিক, কখনো মানবাধিকারকর্মী পরিচয় ব্যবহার করে প্রতারণাসহ বিভিন্ন অপরাধ করে যাচ্ছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, সম্প্রতি ভৈরবে সাংবাদিক ও মানবাধিকারকর্মী পরিচয়ধারী কিছু ব্যক্তি মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ছে। গত ২৬ নভেম্বর প্রাইভেটকারে বাংলা ৭১ টিভির স্টিকার ব্যবহার করে মাদক পাচারকালে ২ জন মাদক ব্যবসায়ীকে র‌্যাব আটক করে। এছাড়া ২ ডিসেম্বর প্রাইভেটকারে এনটিভি টিভির স্টিকার ব্যবহার করে গাঁজা পাচারকালে আরো ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। মাদক ব্যবসায়ীরা এখন নতুন কৌশল হিসেবে গণমাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন ভাবে মাদক পাচার করে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়।

(এম/এসপি/ডিসেম্বর ২২, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test