E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিদ্রোহী প্রার্থী হওয়ায় মৌলভীবাজারে ১৫ আ.লীগ নেতা বহিষ্কার 

২০২১ ডিসেম্বর ২২ ২২:৪২:১৩
বিদ্রোহী প্রার্থী হওয়ায় মৌলভীবাজারে ১৫ আ.লীগ নেতা বহিষ্কার 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : আর মাত্র তিন বাকি মৌলভীবাজার সদর উপজেলার ইউপি নির্বাচনের। এরই মধ্যে দলীয় আদেশ অমান্য করে সদরের ১২টি ইউনিয়নের ১১টি ইউনিয়নে নৌকার বিরুদ্ধে  বিদ্রোহী প্রার্থী হওয়ার কারনে দলীয় পদ থেকে ১৫ জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে  আওয়ামীলীগ। এই ১২ ইউনিয়নের মধ্য শুধু মাত্র ১১নং মোস্তফাপুর ইউনিয়নে দলীয় আদেশ মেনে প্রার্থীতা প্রত্যাহার করেন সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমদ। 

বুধবার (২২ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে মোট ১৫ জন আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। এমন প্রেক্ষাপটে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া নেতাদের বিরুদ্ধে এমন প্রদক্ষেপ নিয়েছেন দলের দ্বায়িত্বশীল নেতারা।

বহিষ্কৃতরা হলেন,খলিলপুর ইউনিয়নে মো. আশরাফ আলী খান,কামালপুর ইউনিয়নে মো. আলাউর রহমান, মো. আপ্পান আলী, মো. সোহেল আহমদ,আপারকাগাবলা ইউনিয়নে মো. ইমন মোস্তফা, মো. ফারুক আহমদ,আখাইলকুঁড়ায় মো. এমদাদুর রহমান রেণু,একাটুনায় মো. শাহ গিয়াস উদ্দিন,চাঁদনীঘাটে মো. আসলাম মিয়া,কনকপুর ইউনিয়নে মো. মনিরুজ্জামান,আমতৈল ইউনিয়নে সুজিত চন্দ্র দাশ,নাজিরাবাদে সৈয়দ মোহিত আলী,মোস্তফাপুরে মো. তাজুল ইসলাম,গিয়াসনগর ইউনিয়নে মো. মোশারফ হোসেন ও মো. জিলা মিয়া।

বুধবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব জানান,বিদ্রোহী প্রার্থীদের দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে তাদের স্থায়ী বহিস্কারের জন্য জেলা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

(একে/এসপি/ডিসেম্বর ২২, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test