E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাতে শেষ হচ্ছে প্রচার প্রচারণা

সাতক্ষীরার দুই উপজেলায় ১০ ইউনিয়নে ভোট রবিবার

২০২১ ডিসেম্বর ২৪ ১৮:৫৪:২১
সাতক্ষীরার দুই উপজেলায় ১০ ইউনিয়নে ভোট রবিবার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আগামী ২৬ ডিসেম্বর সাতক্ষীরার শ্যামনগর ও তালা উপজেলার ১০টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। ১০টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র রমজাননগর ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে ইতিপূর্বে ভোট গ্রহণ কর্মকর্তাদের সকল ধরনের প্রশিক্ষণ শেষ হয়েছে। শুক্রবার রাতেই শেষ হচ্ছে  প্রার্থীদের প্রচার প্রচারণা।

জেলা নির্বাচন অফিসার০মোঃ নাজমুল কবীর জানান, চতুর্থ ধাপে উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৮৯টি, ভোট কক্ষের সংখ্যা ৫৪৫টি ও অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৬৬টি। ৯টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০০৭০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০১৪৪৩ জন ও মহিলা ভোটার ৯৯২৬৪ জন। এ ছাড়া তালা উপজেলার কুমিরা ইউনিয়নে মোট ভোটর ১৯ হাজার ৮৮ জন। পুরুষ ৯ হাজার ৭৮৮ ও নারী ৯ হাজার ৩০০ জন।

ইউনিয়ন অনুযায়ী ভোট কেন্দ্র ও ভোট কক্ষের সংখ্যা হল কাশিমাড়ী ইউপিতে কেন্দ্র ১০টি, ভোট কক্ষের সংখ্যা ৬২টি, নুরনগর কেন্দ্র ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৩৮টি, কৈখালী কেন্দ্র ১০টি, ভোট কক্ষের সংখ্যা ৫৯টি। রমজাননগর কেন্দ্র ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৪৯টি, মুন্সিগঞ্জ কেন্দ্র ১০টি, ভোট কক্ষের সংখ্যা ৭৭টি, বুড়িগোয়ালিনী কেন্দ্র ১০টি, ভোট কক্ষের সংখ্যা ৫৯টি, আটুলিয়া কেন্দ্র ১১টি, ভোট কক্ষের সংখ্যা ৭৯টি, পদ্মপুকুর কেন্দ্র ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৫৩টি ও গাবুরা কেন্দ্র ১১টি, ভোট কক্ষের সংখ্যা ৬৯টি।

ইউনিয়ন অনুযায়ী ভোটার সংখ্যা কাশিমাড়ী মোট ভোটার ২৪৭৯৯জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২৪৭৯ জন ও মহিলা ভোটার ১২৩২০ জন। নুরনগর মোট ভোটার ১৫২৩৯ জন। পুরুষ ভোটার ৭৮১০ জন ও মহিলা ৭৪২৯জন। কৈখালী মোট ভোটার ২২৩৭৩ জন। পুরুষ ১১২৬৫ জন ও মহিলা ১১১০৮জন। রমজাননগর মোট ভোটার ১৯৩৩৭ জন। পুরুষ ৯৭৯৬ জন ও মহিলা ৯৫৪১জন।

মুন্সিগঞ্জ মোট ভোটার ২৭১৭৮ জন। পুরুষ ১৩৭২২ জন ও মহিলা ১৩৪৫৬জন। বুড়িগোয়ালিনী মোট ভোটার ২০৫৫২ জন। পুরুষ ১০৪০০ জন ও মহিলা ১০১৫২ জন। আটুলিয়া মোট ভোটার ২৮১৫৪ জন এর মধ্যে পুরুষ ভোটার ১৪১৮৯জন ও মহিলা ভোটার ১৩৯৬৫জন। পদ্মপুকুর মোট ভোটার ১৮৮৭১ জন। পুরুষ ৯৬৪৩জন ও মহিলা ৯২২৮জন ও গাবুরা ইউপিতে মোট ভোটার ২৪১৬৮জন। পুরুষ ১২১০৩ জন ও মহিলা ১২০৬৫ জন।
তালা উপজেলার কুমিরা ইউপিতে মোট ভোটর ১৯ হাজার ৮৮জন। এদের মধ্যে পুরুষ ৯ হাজার ৭৮৮ জন ও নারী ৯ হাজার ৩০০জন। ভোটকেন্দ্র নয়টি। বোট কক্ষ ৫৩টি।

আগামী ২৬ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে সব ধরনের প্রস্ততি গ্রহণ করা হয়েছে বলে নির্বাচন অফিসার নাজমুল কবীর জানান। ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৯৮ জন প্রিজাইডিং অফিসার ৫৯৮জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১১৯৬ জন পোলিং অফিসার।# সাতক্ষীরা প্রতিনিধি। তাংÑ ২৪.১২.২১

(আরকে/এসপি/ডিসেম্বর ২৪, ২০২১)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test