E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শীতার্তদের মাঝে সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ

২০২১ ডিসেম্বর ২৪ ১৯:০০:১৭
শীতার্তদের মাঝে সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ

ইমাম উদ্দিন সুমন, নেয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন।

সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন এর আয়োজনে গতকাল ২৪ ডিসেম্বর (শুক্রবার) বেলা ৩ টায় সুবণচর উপজেলা বাংলাবাজারে অবস্থিত ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়ে শীত বস্ত্র বিতরণ করা হয়।

সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন এর দপ্তর সম্পাদক ছায়েদল হক আফছারের সার্বিক তত্ত্বাবধানে ও কাতার শাখার উপদেষ্ঠা আক্তার হোসেনের সঞ্চালনায় সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা, পুলিশ পরিদর্শক (পিবিআই) চট্রগ্রাম কর্মকর্তা আবু জাফর মোহাম্মাদ ওমর ফারুক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৩ নং চরক্লার্ক ইউপি চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার, ওমান শাখার সভাপতি (প্রবাসী) আবুল কালাম আজাদসহ বিভিন্ন দেশের প্রবাসী সদস্যরা বক্তব্য রাখেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন এর আরব আমিরাত শাখার উপদেষ্টা বাহার মিয়া, সিনিয়র সগসভাপতি সাইফুল্যহ আব্দুল্যাহ ও যুগ্ন সাধারণ সম্পাদক ওমর ফরহাদ, সিনিয়র সদস্য মোঃ ছানা উল্যাহ, ওমান শাখার সদস্য দেলোয়ার হোসেন মাসুদ, মাঈন উদ্দিন, মোঃ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক আবু মাহি মোস্তফা, সদস্য আলা উদ্দিন আলো, সবুজ বাংলাদেশ মোহাম্মদপুর সভাপতি সামসু উদ্দিন হাসানসহ অনেকে।

বক্তারা বলেন, সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন দীর্ঘ কয়েক বছর ধরে সুবর্ণচরের অসহায়, হতদরিদ্র মানুষের, শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশুদের জন্য পড়ালেখার খরচ, প্যারালাইসিস, ক্যান্সার, কিডনি রোগে আক্রান্ত মা ও শিশুর স্বাস্থ্য সুরখ্ষার গর্ভকালিণ সেবাসহ নানান চিকিৎসা সেবায় নগদ অর্থ প্রদান করে আসছে, করোনাকালে মানুষের জন্য বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছেন, শীত মৌসুমে শীতবস্ত্র এবং গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে মাথা গোঁজার ঠাঁই করে দিচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত সুবর্ণচরের একঝাঁক তরুণ, যুবক এই ফাউন্ডেশনে অর্থ জোগান দিয়ে অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন এটি সত্যি প্রশংসনীয় তারা সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন এর উত্তরোত্তর সাফল্য কামনা। করেন। পরে অতিথিরা প্রথম দপায় ৫০০ জন মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

(এস/এসপি/ডিসেম্বর ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test