E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেওয়ারিশ হিসেবে চিরনিদ্রায় শায়িত হলেন ২৭ জন

২০২১ ডিসেম্বর ২৫ ১৩:৫৭:১১
বেওয়ারিশ হিসেবে চিরনিদ্রায় শায়িত হলেন ২৭ জন

বরগুনা প্রতিনিধি : লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনার নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টায় বরগুনা পোটকাখালী গ্রামে খাকদোন নদীর তীরবর্তী গণকবরে বেওয়ারিশ হিসেবে মরদেহগুলো দাফন করা হয়।

এর আগে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকেই চার মরদেহ শনাক্ত করে নিয়ে যায় স্বজনরা। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে ঝালকাঠি থেকে বরগুনা সদর হাসপাতালে পৌঁছায় ৩৩ মরদেহ। এরপর রাতে একজনের মরদেহ শনাক্ত করে নিয়ে যায় স্বজনরা। শনিবার সকালে আরও তিনজনের মরদেহ শনাক্ত করে স্বজনরা। পরে ২৯ জনের জানাজা সম্পন্ন হয়। জানাজার পরে আরও দুইজনকে শনাক্ত করে স্বজনরা। বাকি ২৭ মরদেহ দাফন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, পৌর মেয়র কামরুল আহসান মহারাজসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

(ওএস/এএস/ডিসেম্বর ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test