E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে স্বচ্ছভাবে কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের সংবাদ সম্মেলন

২০২১ ডিসেম্বর ২৫ ১৮:০৮:৩৫
সিরাজগঞ্জে স্বচ্ছভাবে কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের সংবাদ সম্মেলন

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ইউনিয়ন কমিটি অসাংবিধানিক ভাবে গঠন ও উপজেলা কমিটি কে বাদ দিয়ে জেলা কমিটি অনুমোদন দেওয়ায় সংবাদ সম্মেলন করেছে কাজিপুর উপজেলা শাখা ছাত্রদলের একাংশ। শনিবার দুপুর ১২টায় সিরাজগঞ্জের ২নং খলিফা পট্টিতে এই  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাজিপুর উপজেলা শাখার ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব আশরাফুর আলম

তিনি বলেন, গত ২০সালের ২২ই আগস্ট জেলা ছাত্রদল কর্তৃক কাজিপুর উপজেলা শাখার ছাত্রদলের আহবায়ক কমিটিতে আমাকে সদস্য সচিব করে। আমি দায়িত্ব পাওয়ার পর থেকে কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের সকল কর্মসূচি নিষ্ঠার সাথে পালন করে আসছি। গত ২২ই ডিসেম্বর কাজিপুর উপজেলার ১২ টি ইউনিয়নে ছাত্রদলেল পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কাজিপুর উপজেলার ছাত্রদলের আহবায়ক কমিটিকে না জানিয়ে কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও তার ভাতিজা রাশিদুল ইসলাম রিপন এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি কায়সার পারভেজ কাজল ও সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ স্বাক্ষরিত যোগসাজশী এক রাতে এক তরফা ভাবে টাকার বিনিময়ে অবৈধভাবে ছাত্রদলের কমিটি গঠন করে। প্রকাশিত এই কমিটিতে দেখা যায় বিবাহিত, গামেন্টস কর্মী ও অছাত্র, অপ্রাপ্তবয়স্কদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এতে ত্যাগী নির্যাতিত যোগ্যরা বাদ পড়ছে। বিক্ষুব্ধ হয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি গত ২৪ই ডিসেম্বর আলোচনা সাপেক্ষে একমত হয়ে উক্ত কমিটির নেতাকর্মীদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে উপজেলা ছাত্রদলের আহবায়ক রাশেদুল হাসান রিপনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় ।

লিখিত বক্তব্য তিনি আরও বলেন যে, সংবাদ সম্মেলন মাধ্যমে একটাই দাবি যে এই কমিটি বাণিজ্য, অনিয়ম, পকেট কমিটি বাতিল করে ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়ন ছাত্রদলের নতুন করে স্বচ্ছভাবে গণতান্ত্রিকভাবে অনুমোদন দিতে হবে। অন্যথায় না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলার ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক, লিয়াকত আলী, সজিব আহমেদ, মোশারফ হোসেন, শাকিল, মোস্তফা মুজাহিদ ও সদস্য সচিব এনামুল হক, হৃদয় মাহমুদ রোকন, ওয়াহাব আলী, টিপু তালুকদার, সাব্বির হোসেন সাগর, মিজানুর রহমান মিনু, রবিউল হাসান রবি।

(আই/এসপি/ডিসেম্বর ২৫, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test