E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুড়িগ্রামে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

২০২১ ডিসেম্বর ২৫ ২২:৪০:৩৮
কুড়িগ্রামে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

রাজারহাট প্রতিনিধি : কুড়িগ্রামে চতুর্থ ধাপে ৩ টি উপজেলায় ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সকল প্রকার নির্বাচন সামগ্রী কেন্দ্রে পাঠানো হয়েছে। স্ব-স্ব উপজেলা নির্বাচন অফিস থেকে শনিবার (২৫ ডিসেম্বর) দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে ব্যালট, সিল, প্যাডসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় সংখ্যক আইন শৃংখলা বাহিনী মোতায়েনসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন ।

ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ ডিসেম্বর জেলার রাজারহাট উপজেলায় ৭টি, উলিপুর উপজেলায় ১৩টি ও নাগেশ্বরী উপজেলার ১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ২১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪৪ জন, সাধারণ সদস্য পদে ৯শ ১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩শ ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

এ নির্বাচনে ৩ উপজেলায় ২১টি ইউনিয়নে ২শ ১৯টি ভোট কেন্দ্রে ৪ লাখ ৬০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, ৪র্থ ধাপে ২১ টি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে। আশা করছি নির্বাচন সুষ্ঠ হবে।

(আই/এসপি/ডিসেম্বর ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test