E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে ১৫টি ইউনিয়নে চলছে ভোট গ্রহণ

২০২১ ডিসেম্বর ২৬ ১১:১০:১৯
লক্ষ্মীপুরে ১৫টি ইউনিয়নে চলছে ভোট গ্রহণ

লক্ষ্মীপুর প্রতিনিধি : চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করণে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে পুলিশ অফিসারের নেতৃত্বে পুলিশ,আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে মাঠে রয়েছে বিজিবি, র‌্যাব, পুলিশ।

এছাড়া যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহলে থাকছে স্ট্রাইকিং ফোর্স। ১৫ ইউনিয়নের মধ্যে ৩টিতে ইভিএম বাকী গুলোতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থীর বিপরীতে একাধিক দলীয় বিদ্রোহী প্রার্থী রয়েছে। যার কারনে সহিংসতা ঘটার আশংকা করছে ভোটাররা। বশিকপুর, চরশাহী, হাজীরপাড়া, দত্তপাড়া, চন্দ্রগঞ্জ, ভবানীগঞ্জ, উত্তর হামছাদী, মান্দারী ও কুশাখালী ইউনিয়নে বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা দেখা যাচ্ছে।

(এসএস/এএস/ডিসেম্বর ২৬, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test