E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়া পৌরসভায় ভারতের উপহার লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর

২০২১ ডিসেম্বর ২৬ ১৫:১৫:৩৭
বগুড়া পৌরসভায় ভারতের উপহার লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়া পৌরসভায় ভারত সরকারের উপহার লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) শ্রী সঞ্জীব কুমার ভাটী। অ্যাম্বুলেন্স গ্রহণ করেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-১ পরিমল চন্দ্র দাস, ৩নং ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্ত্তী, পৌরসভার সচিব মোঃ রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার মোতাহার হোসেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ সহ বগুড়ার গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।

অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) শ্রী সঞ্জীব কুমার ভাটী বলেন, ১৯৭১ সাল হতে ভারত-বাংলাদেশ সম্পর্কের শুরু বলা হলেও আমাদের সম্পর্কের ইতিহাস হাজার বছরের পুরনো। অর্থনৈতিক দিকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে এবং গতিশীল রয়েছে। বাংলাদেশ আর সাহায্য নিয়ে চলা দেশ নয়। বাংলাদেশ করোনা কালে ভারতের জনগণের পাশে দাঁড়িয়েছে অকৃত্রিম বন্ধু হিসেবে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী নিয়ে। একইভাবে ভারত সরকারও টিকা ও অক্সিজেন নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে সোনালী অধ্যায়ে অবতীর্ণ। মুজিব শতবর্ষে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে ভারত সরকার বাংলাদেশের জনগণের জন্য ১০৯টি অ্যাম্বুলেন্স উপহারের প্রতিশ্রুতি দিয়েছিল, যা পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় হস্তান্তর করা হচ্ছে। বগুড়া জেলা উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক নগরী, এই জেলা অর্থনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রসর।

বগুড়াবাসীর স্বাস্থ্য সেবার সুবিধার্থে ২টি আইসিইউ বা লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে যার মধ্যে আজ একটি হস্তান্তর করা হচ্ছে। এই অ্যাম্বুলেন্স কোনভাবেই দান বা বিতরণ নয়। এই লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ভারত সরকার ও ভারতের জনগণের উপহার। আমরা বিভিন্ন দেশে সহায়তা কার্যক্রম চালু রেখেছি মূলত শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে। ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতেও এগিয়ে যাবে। তিনি তার বক্তব্যে বগুড়া পৌরসভায় আরো সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা তাঁর বক্তব্যে বলেন, বগুড়া জেলা উত্তরাঞ্চলের মধ্যে ব্যবসায়িক ভাবে সমৃদ্ধ নগরী হলেও উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে পড়া জেলা। বগুড়া জেলায় ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে নাগরিক সেবা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি সহযোগিতা অপরিহার্য। এই উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে আমরা ভারত সরকারের সহযোগিতা প্রত্যাশা করছি। ভারত সরকারের উপহার লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স অত্র এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) শ্রী সঞ্জীব কুমার ভাটী কে ফুল ও স্মারক ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

(এআর/এসপি/ডিসেম্বর ২৬, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test