E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরার দুই উপজেলার ১০ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ, চলছে গণনা

২০২১ ডিসেম্বর ২৬ ১৮:১১:০১
সাতক্ষীরার দুই উপজেলার ১০ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ, চলছে গণনা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : চতুর্থ ধাপে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে সাতক্ষীরায় শ্যামনগর ও তালা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে ভোট গণনার কাজ চলছে। রবিবার সকাল ৮ থেকে শুরু হয়ে এই ভোট গ্রহন চলে বিকাল ৪ টা পর্যন্ত। অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়।  

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দুটি উপজেলার মধ্যে শ্যামনগর উপজেলার ৯ টি ও তালা উপজেলার একটিসহ (কুমিরা ইউনিয়ন) মোট ১০টি ইউনিয়নের ৯৮ টি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ২ লক্ষ ১৯ হাজার ৭৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা। এরমধ্যে পুরুষ ভোটার এক লক্ষ ১১ হাজার ১৭১ জন ও মহিলা ভোটার এক লক্ষ ৮ হাজার ৬২৩ জন।

১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৯ জন, সাধারণ সদস্য পদে ৪০৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়ছেন ১৪৫ জন প্রার্থী। এরমধ্যে চেয়াম্যান পদে দলীয় প্রতীকে আওয়ামী লীগের ১০জন (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের ৭জন (হাতপাখা), জাতীয় পার্টির ৫জন (লাঙ্গল) ও স্বতন্ত্র হিসাবে আরও ৪৭ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। তবে সকাল সাড়ে ১০টার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের চাঁদখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইভিএম ম্যাশিন খারাপ হওয়ায় এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ কঠোরতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়।আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন উপপরিদর্শকের নেতৃত্বে ৫ জন পুলিশ সদস্য ও দুজন সশস্ত্রসহ ১৭ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া প্রত্যেক ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া দুই উপজেলায় ৫জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। পাশাপাশি ৩প্লাটুন বিজিবি সদস্য ও ৩ প্লাটুন র‌্যাব সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।

জেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবীর জানান, শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনার কাজ। রাত ১১ টার মধ্যে বেসরকারিভাবে ফলাফল পাওয়া যাবে।

(আরকে/এসপি/ডিসেম্বর ২৬, ২০২১)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test