E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামায়াতের প্রথম দফার হরতাল নিরুত্তাপ

২০১৪ সেপ্টেম্বর ১৯ ১০:০৯:৩৯
জামায়াতের প্রথম দফার হরতাল নিরুত্তাপ

ডেস্ক রিপোর্ট : জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার প্রথম দিন নিরুত্তাপে সারাদেশে হরতাল পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা ঢাকাসহ সারাদেশে শান্তিপূর্ণভাবেই জামায়াতের ডাকা হরতাল কর্মসূচি পালিত হয়।

অতীতে অন্য হরতালগুলোতে সহিংসতার ঘটনা ঘটলেও আওয়ামী লীগের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর জামায়াতের ডাকা প্রথম হরতাল নিরুত্তাপেই শেষ হয়েছে। দেশের বেশ কিছু এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতাকর্মীদের কিছু বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটলেও রাজধানী ঢাকায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাজধানীর বেশ কিছু এলাকায় জামায়াত-শিবির হরতালের সমর্থনে মিছিল বের করে কিছু ককটেলের বিস্ফোরণ ঘটালেও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সপ্তাহের শেষদিনে রাস্তায় প্রাইভেটকার না দেখা গেলেও গণপরিবহন চলাচল ছিল প্রায় স্বাভাবিক। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিশেষ টহলসহ মোড়ে মোড়ে এমনকি গলিপথে পুলিশ ও র‌্যাব মোতায়েন ছিল।

তবে, বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান হরতাল সফল দাবি করে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে হরতাল সফল করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

আগামী রবিবার সকাল ৬টা থেকে পরদিন সোমবার সকাল ৬টা পর্যন্ত ফের ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি রয়েছে জামায়াতের। এছাড়া শুক্রবার সারাদেশে সাঈদীর জন্য বিশেষ দোয়া ও শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী।

গত বুধবার প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে চূড়ান্ত রায়ে জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন। সাঈদীকে নির্দোষ দাবি করে তার মুক্তির দাবিতে বৃহস্পতিবার ও রবিবার দুই দফায় ৪৮ ঘণ্টার হরতালসহ শুক্রবার সারাদেশে দোয়া এবং শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test