E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি 

মৌলভীবাজার সদরে চারটিতে নৌকা ও আটটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী 

২০২১ ডিসেম্বর ২৭ ০৮:৫০:৫৬
মৌলভীবাজার সদরে চারটিতে নৌকা ও আটটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : ছোটখাটো দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনেকটা শান্তিপূর্ণভাবেই প্রশাসনের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। 

রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে তীব্র শীত উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ইউনিয়নের ১১৪ টি ভোট কেন্দ্রের ভোট গ্রহন শুরু হয়ে চলে টানা বিকাল ৪টা পর্যন্ত। এর পর সন্ধ্যা পর্যন্ত চলে ভোট গননা। গননা শেষে রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের দ্বায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীদের চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী সদর উপজেলার ৪টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হলেও ৮টি ইউনিয়নের ৩টিতে বিদ্রোহী ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এতে ৪টি ইউনিয়নে নৌকার প্রার্থী জয়ী হলেও ৮টি হয়েছে ভরাডুবি।

সর্বশেষ ফলাফল অনুযায়ী মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ৫হাজার ২শত ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবু মিয়া চৌধুরী। তাঁর নিকঠতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী মোঃ অলিউর রহমান পেয়েছেন ৪হাজার ৯শত ৯৯ ভোট।

২নং মনুমুখ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে এমদাদ হোসেন ৩ হাজার ৬শত ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,নিকঠতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মর্তুজা আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ১শত ৪৯ ভোট পেয়েছেন।

৩নং কামালপুর ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী (আ:লীগ বিদ্রোহী) আপ্পান আলী ২হাজার ২শত ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকঠতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান ও চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) ফয়সল আহমদ পেয়েছেন ২হাজার ১শত ৭৯ ভোট।

৪নং আপার কাগাবলা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ইমন মোস্তফা ৩ হাজার ১শত ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকঠতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ ফারুক আহমদ পেয়েছেন ২হাজার ৭শত ৯২ ভোট।

৫নং আখাইলকুড়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী শেখ মোঃ বদরুজ্জামান চুনু ২হাজার ৮শত ৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকঠতম প্রতিদ্বন্দ্বি সাবেক চেয়ারম্যান ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) মোঃ শামিম আহমদ ২হাজার ৬শত৭২ ভোট পেয়েছেন।

৬নংএকাটুনা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবু সুফিয়ান ৭হাজার ৮শত ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,নিকঠতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (আ:লীগ বিদ্রোহী) শাহ গিয়াস উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে ২হাজার ১শত ৭৯ ভোট পেয়েছেন।

৭ নং চাঁদনীঘাট ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আখতার উদ্দিন ৫ হাজার ৩শত ৪৫ ভোট বিজয়ী হয়েছেন,নিকঠতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাহেরুল ইসলাম পেয়েছেন ৪হাজার ৪শত ৭ ভোট।

৮নং কনকপুর ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) রুবেল উদ্দিন ৩হাজার ৩শত ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকঠতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী জুবায়ের আহমদ পেয়েছেন ২হাজার ৬শত ৯০ ভোট।

৯নং আমতৈল ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (আ:লীগ বিদ্রোহী) সুজিত চন্দ্র দাশ ৪হাজার ৮শত ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,নিকঠতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) ও বর্তমান চেয়ারম্যান মোঃ রানা খাঁন শাহীন পেয়েছেন ৩হাজার ৭২ ভোট।

১০নং নাজিরাবাদ ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) আশরাফ উদ্দিন আহমদ ৩ হাজার ৩শত ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,নিকঠতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ এনামুল হক রাজা মোটরসাইকেল প্রতীক নিয়ে ২হাজার ৬শত ৬ ভোট পেয়েছেন।

১১নং মোস্তফাপুর ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ ৬ হাজার ৪শত ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন.নিকঠতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) তুফায়েল আহমদ তুয়েল পেয়েছেন ৪হাজার ৮শত ৯৫ ভোট ও ১২নং গিয়াসনগর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (আ:লীগ বিদ্রোহী) গোলাম মোশারফ টিটু ৫হাজার ৫শত ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকঠতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোঃ জিলা মিয়া অটোরিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন ৪হাজার ৪শত ৩০ ভোট।

এদিকে দুপুরের দিকে উপজেলার ১০ নং নাজিরাবাদ ইউনিয়নের রাতগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকা সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়। পরবর্তীতে পুলিশি তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে। এঘটনায় সাবেক চেয়ারম্যান মুয়াজ্জেম হোসেন মাতুকসহ দুজন আহত হওয়ারও খবর পাওয়া যায়। বেলা ৩ টার দিকে উপজেলার খলিলপুর ইউনিয়নের দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোঃ আশরাফ আলী খান (ঘোড়া প্রতীক) এর এজেন্টকে নৌকার প্রার্থী ওলিউর রহমান এর এজেন্ট জোর পূর্বক বের করে দেন। এ ঘটনায় কেন্দ্রে উত্তেজনা বিরাজ করলে প্রয় আধাঘন্টা ভোট গ্রহন বন্ধ থাকে। পুলিশের বিশেষ স্ট্রাইকিং ফোর্স কেন্দ্রে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

একই সময়ে মনুমুখ ইউনিয়নের ঘোড়াখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোঃ আনখার মিয়ার সমর্থকরা চেয়াররম্যান প্রার্থী মোঃ মর্তুজার সর্মথকরা বেশ কিছু জাল ভোট প্রদান করে। এ ঘটনায় হট্টগোলের একপর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে ৩ জন আহত হয়। পরে ১২ টি ব্যালট পেপার বাতিল করা হয়। প্রায় ১ ঘন্টা ভোটগ্রহণ বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহণ শুরুহয়। এর বাহিরে অন্যান্য ইউনিয়ন গুলোতে অনেকটা শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহন শেষ হয়।

জেলা নির্বাচন অফিস ও প্রশাসন সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নের ১১৪ টি ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছেন দু’লক্ষ ৯ হাজার ১শত ৫৯ জন। যেখানে ক্ষমতাসীন আওয়ামীলীগের নৌকা প্রতীকের ১২ জন প্রার্থী, বিদ্রোহী ও স্বতন্ত্র মিলে মোট ৬০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪২৯ জন ও নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪০ জন প্রার্থী।

নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ন করতে আগে থেকেই নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয় প্রশাসনের পক্ষ থেকে । যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ২০টি পেট্রোল টিম ও ২০টি স্ট্রাইকিং ফোর্স মিলে দ্বায়িত্ব পালন করেন মোট ৬৮৬ জন পুলিশ সদস্য। এছাড়াও ১২টি ইউনিয়নে মোট ১ হাজার ৯শত ৩৮ জন আনসার সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৬টি পেট্রোল টিমে মোট ৬০ জন বিজিবি সদস্য দ্বায়িত্ব পালনের পাশাপাশি র্যাবের ৪টি ইউনিটে মোট ৩২ জন র্যাব সদস্য দ্বায়িত্ব পালন করেন ।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়া রাহমান জানান, দু’একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে নির্বাচন।

(একে/এসপি/ডিসেম্বর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test