E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাটে চারটিতে নৌকা ও দুইটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী 

২০২১ ডিসেম্বর ২৭ ১৬:১৫:০১
রাজারহাটে চারটিতে নৌকা ও দুইটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী 

রাজারহাট প্রতিনিধি : ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বড় ধরনের বিছিন্ন ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। তবে দুপুরে ছিনাই ইউনিয়নে কালুয়ার চর কুদ্দুসিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে সদস্য প্রাথীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে প্রায় ১০জন আহত হয়। এছাড়া ভোট গণণার পর রাত সাড়ে ৯টার দিকে বিদ্যানন্দ ইউনিয়নে রতিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিক্ষুদ্ধ নৌকার সমর্থকরা ব্যালট বাক্সসহ নির্বাচনে দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের অবরোধ করে রাখে। 

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে ৭রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে ব্যালট বাক্স উপজেলা পরিষদে নিয়ে আসে। রাত ১২টার পর রির্টারিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার নূওে তাসনিম ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদের ফলাফল ঘোষনা করেন। এতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন-

রাজারহাট সদর ইউনিয়নে এনামুল হক(নৌকা) ৫৫১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি আঃ রহিদ বাদশা(মটরসাইকেল) ৫৪৬৫ ভোট।

চাকিরপশার ইউনিয়নে ৮২৪৭ ভোট পেয়েছেন আব্দুস ছালাম (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্ধি রানু সোহরাওয়ার্দ্দী(মটরসাইকেল) পেয়েছেন ৪৯১১ ভোট।

নাজিমখান ইউনিয়নে আঃ মালেক পাটোয়ারী নয়া(নৌকা) পেয়েছেন ৪৬৬৫তার নিকটতম প্রতিদ্বন্ধি জামাল উদ্দিন(লাঙল) পেয়েছেন ৪২৫৬ ভোট।

উমর মজিদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আহসানুল কবির আদিল (ঘোড়া) পেয়েছে ৭৩৪২। তার নিকটতম প্রতিদ্বন্ধি আঃ হাকিম খন্দকার( লাঙল) পেয়েছে ৩৩৪১।

ছিনাই ইউনিয়নে সাদেকুল হক নুরু(নৌকা) পেয়েছে ১২১৪৯ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি রুহুল আমিন বাদশা(লাঙল) পেয়েছে ২৮০৫ভোট।

ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুল কুদ্দুস প্রামাণিক(মোটরসাইকেল) পেয়েছেন ৮৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি রবীন্দ্রনাথ কর্মকার(নৌকা) ৭১৭৯ ভোট।

বিদ্যানন্দ ইউনিয়নে তাইজুল ইসলাম(নৌকা) পেয়েছেন ৫১৬৬ ভোট এবং বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেনও (মোটরসাইকেল) সমান ভোট পেয়েছেন।

(পিএস/এসপি/ডিসেম্বর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test