E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুজিব উদ্যানে শায়িত হলেন জয়নাল হাজারী

২০২১ ডিসেম্বর ২৮ ১৯:০৪:০০
মুজিব উদ্যানে শায়িত হলেন জয়নাল হাজারী

নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীর বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও আ. লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল হাজারীকে নিজ বাসভবন মুজিব উদ্যানের বকুলতলায় সমাহিত করা হযেছে। মৃত্যুর পর তাঁকে মুজিব উদ্যানে দাফনের জন্য তিনি এক বক্তব্যে ফেনীবাসী ও তার স্বজনদের প্রতি অনুরোধ করেছিলেন।

জয়নাল হাজারীর ভাতিজা টিটু হাজারী জানান, মঙ্গলবার বিকাল পাঁচটায় ফেনীর ঐতিহাসিক সরকারী পাইলট স্কুল মাঠে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ফেনী শহরের মাস্টারপাড়ায় জয়নাল হাজারীর নিজ বাসভবন প্রাঙ্গণ মুজিব উদ্যানে রাষ্ট্রিয় মর্যাদায় তার মরদেহ দাফন করা হয়

এর আগে সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জয়নাল হাজারীর মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ও বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন। দলের পূর্বনির্ধারিত জনসভা স্থগিত করেছে ফেনী জেলা বিএনপি।

জয়নাল হাজারী ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফেনী- ২ (সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০১৯ সালে দায়িত্ব পান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে। তিনি ১৯৭১ এ বুলেট পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় প্রবেশ করেন। আমত্যু তিনি দৈনিক হাজারিকা প্রতিদিন ও সাপ্তাহিক হাজারিকা পত্রিকার সম্পাদক ছিলেন।

১৯৭১ সালে তিনি এফএফ ফোর্সের মাধ্যমে দুই নম্বর সাব সেক্টরের অধিনে একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেন।

(এনকে/এসপি/ডিসেম্বর ২৮, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test