E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গৌরীপুরে ইউপি নির্বাচনের ভোট পুনঃগণনার দাবিতে বিক্ষোভ সড়ক অবরোধ

২০২১ ডিসেম্বর ২৮ ১৯:৪৪:৫২
গৌরীপুরে ইউপি নির্বাচনের ভোট পুনঃগণনার দাবিতে বিক্ষোভ সড়ক অবরোধ

গৌরীপুর প্রতিনিধি : ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি ভোটকেন্দ্রের ভোট পুনঃগণনার দাবিতে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিক্ষোভ, সড়ক অবরোধ ও নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেছে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শামছুজ্জামান জামাল। এর আগে মঙ্গলবার দুপুরে শামছুজ্জামান জামাল ভোটকেন্দ্রের ভোট পুনগণনার দাবিতে ময়মনসিংহ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। ভোটকেন্দ্র দুটি হল-ধোপাজাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সহনাটি ইউনিয়নের দুই কেন্দ্রের ভোট পুনগণনার দাবিতে মঙ্গলবার সকাল থেকেই সহনাটি ইউনিয়ন থেকে জামালের সমর্থকরা পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে জড়ো হতে থাকে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকীর নেতৃত্বে উপজেলা পরিষদ, আশেপাশের রাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বেলা ৩টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে জামালের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের দিকে আসার পথে গার্লসস্কুল রোড এলাকায় পুলিশ মিছিলটি থামিয়ে দেয়। পরে জামালের সমর্থকরা সড়কে বসে সড়ক অবরোধ করে। বেলা ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা এসে সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় জামাল তার সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করেন।

এসময় শামছুজ্জামান জামাল বলেন, দুইটি ভোটকেন্দ্রের ভোটের ফলাফল অনিয়ম ও কারচুপি করে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাই ভোট পুনঃগণনার দাবিতে স্মারকলিপি দিয়েছি। প্রশাসনের কর্মকর্তারা আমাদের এই বিষয়ে আইনগত সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমি যেন ন্যায় বিচার পাই এটাই দাবি। যদি ন্যায় বিচার না পাই তবে আবারও কর্মসূচী দেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, স্মারকলিপি ঊর্ধ্বতন কর্র্র্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হবে এবং এই বিষয়ে আইনগত ভাবে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সন্ধ্যার দিকে সমবেত জনতা রাস্তার অবরোধ তোলে আবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফিরে যায়।

(এস/এসপি/ডিসেম্বর ২৮, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test