E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

এসএসসি ও সমমান পরীক্ষায় কাপ্তাইয়ে পাশের হার ৮৯ শতাংশ

২০২১ ডিসেম্বর ৩০ ২০:১৮:১২
এসএসসি ও সমমান পরীক্ষায় কাপ্তাইয়ে পাশের হার ৮৯ শতাংশ

রিপন মারম, রাঙামাটি : রাঙামাটি কাপ্তাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২১ ফলাফল প্রকাশ তিন পার্বত্য জেলার মধ্যে অন্যতম গৌরবময় শতভাগ পাসের সাফল্য অর্জন করে এগিয়ে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ সারাদেশে একযোগে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় এই বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৮৯% এবং মোট জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছে কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ।

কাপ্তাই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাদির আহমেদ জানান, ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১৪৬৩ জন। তৎমধ্যে পাশের সংখ্যা ১৩০১ জন। এছাড়া মোট জিপিএ ৫ পেয়েছে ১০৮ জন শিক্ষার্থী। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১০৭ এবং দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ জন।

এদিকে কাপ্তাই উপজেলা শিক্ষা বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এইবছর কাপ্তাই উপজেলায় সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ এবং শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে প্রথম অবস্থানে রয়েছে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। বিদ্যালয়টি থেকে ৬৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন শিক্ষার্থী এবং তৃতীয় অবস্থানে রয়েছে কেপিএম স্কুল এন্ড কলেজ। এই বিদ্যালয় থেকে প্রাপ্ত জিপিএ-৫ এর সংখ্যা ৯ জন।

এছাড়া দাখিল পরীক্ষায় কাপ্তাই উপজেলার আল আমিন নুরিয়া মাদ্রাসা থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও শতভাগ পাস করেছেন। একই ভাবে তৌয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৪ জন পাস করেন।

(আরএম/এসপি/ডিসেম্বর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test