E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে নববর্ষ উদযাপন করেছে দেশি-বিদেশি ২২৫০ পর্যটক

২০২২ জানুয়ারি ০১ ১৮:২৭:২৮
সুন্দরবনে নববর্ষ উদযাপন করেছে দেশি-বিদেশি ২২৫০ পর্যটক

শেখ আহসানুল করিম, বাগেরহাট : ওয়ার্ল্ড হেরিটেজ সাইড (বিশ্ব ঐতিহ্য এলাকা) সুন্দরবনে নববর্ষ উদযাপন করেছে দেশি-বিদেশি ২২৫০ জন ইকোটুরিস্ট (প্রতিবেশ পর্যটক)। ইংরেজি বর্ষবরণ করতে এসব পর্যটকরা বেসরকারি ট্যুর অপারেটরদের ৩০টি বিলাসবহুল লঞ্চে করে সুন্দরবনের আকর্ষণীয় স্থানগুলোতে অবস্থান করে ইংরেজি নববর্ষ ও থার্টি ফাস্ট নাইট উদযাপন করেন। শনিবার সুন্দরবন বিভাগ ও ট্যুর অপারেটর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, প্রতিবছরের ন্যায় এবারও সুন্দরবনের অবস্থান করে প্রকৃতির কাছাকাছি থেকে ইংরেজি নববর্ষকে বরণ করতে দেশি-বিদেশি পর্যটকরা। এসব পর্যটকরা সুন্দরবনের কটকা, কচিখালি, হিরণ পয়েন্ট, টাইগার পয়েন্ট, দুবলা, করমজলসহ আকর্ষণীয় স্পটগুলোতে রাতে নৌযানে থেকে নববর্ষ উদযাপন করেছে। তবে বন্য প্রাণীর ক্ষতি হয় এমন বিধিনিষেধ থাকায় এসব পর্যটকরা কোনো আতশবাজি, পটকা, উচ্চস্বরে সাউন্ড বা মাইক না বাজিয়েই লঞ্চের ছাদে বসে প্রকৃতির কাছাকাছি থেকে নববর্ষ উদযাপন করেছে।

সুন্দরবন বিভাগের পর্যটন নীতিমালা অনুযায়ী বেসরকারি ট্যুর অপারেটরদের ৩০ লঞ্চের প্রতিটিতে ৭৫ জন করে দেশি-বিদেশি পর্যটক থাকার বিষয়টি এই বন কর্মকর্তা নিশ্চিত করলেও এর মধ্যে কতজন বিদেশি পর্যটক রয়েছে তা জানাতে পারেননি।

সুন্দরবনের ট্যুর অপারেটরা বলছেন, সুন্দরবন বিভাগের পর্যটন নীতিমালা মেনে এবারও ইংরেজি নববর্ষ উদযাপন করেছে দেশি-বিদেশি ২২৫০ জন ইকোটুরিস্ট। এখানে পর্যটকরা কোনো আতশবাজি, পটকা, উচ্চস্বরে সাউন্ড বা মাইক না বাজিয়েই বর্ষবরণ করলেও বরবিকিউসহ দেশী-বিদেশী খাওয়ায় কোন কমতি ছিলনা।

(এসএকে/এসপি/জানুয়ারি ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test