E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাই এ করোনার বুষ্টার ডোজ দেওয়া শুরু

২০২২ জানুয়ারি ০৩ ১৪:৩২:৪০
ধামরাই এ করোনার বুষ্টার ডোজ দেওয়া শুরু

দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাই উপজেলা সরকারি হাসপাতাল এ কোভিড -১৯ এর ভ্যাকসিন বুষ্টার ডোজ দেওয়া শুরু হয়েছে গত ১ জানুয়ারি থেকে।

কন কনে ঠান্ডা থাকলেও সুষ্ঠভাবে চলছে এই বুষ্টার ডোজ কার্যক্রম। ম্যাসেজ পেয়ে টিকা গ্রহিতারা হাসপাতালে এসেই লাইন দাড়িয়ে টিকা গ্রহন করতে পেরে সকলেই খুশি ও সন্তোষ প্রকাশ করেছেন।

পাশাপাশি ধামরাই সরকারি হাসপাতাল থেকে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রমও চলছে যথারীতি স্বাভাবিকভাবে।
ধামরাই সরকারি স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা বলেছেন, গত ১ জানুয়ারি থেকে এই বুষ্টার ডোজ কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায়। এ পর্যন্ত ৩০০ জন টিকা গ্রহন করেছেন। মানুষের মাঝে আনন্দ উদ্দিপনা দেখা যাচ্ছে। এ সংখ্যা বাড়বে বলেও জানান তিনি। এ পর্যন্ত কোনো ধরনের সমস্যা অনুভব করিনি। খুব সুন্দর ভাবে চলছে সকল কার্যক্রম বলেও জানান তিনি।

শিক্ষক ও উপজেলা পুজা উদযাপন কমিটির সেক্রেটরী নন্দ গোপাল সেন বলেন এই মাত্র বুষ্টার ডোজ নিলাম। এত সুন্দর সিষ্টেম দেখে আনন্দিত। ২ জানুয়ারি ম্যাসেজ পেয়ে ৩ জানয়ারি বুষ্টার ডোজ নিয়েছি। ।

ধামরাইয়ের বিশিষ্ট সমাজ সেবক ব্যবসায়ী প্রান গোপাল পাল বলেন গত কাল ম্যাসেজ পেয়ে ৩ জানুয়ারি ধামরাই সরকারি স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে এসেই সুন্দর ভাবে টিকা নিয়েছি কোনো সমস্যা হয়নি।

মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন ২ জানুযারি ম্যাসেজ পেয়ে হাসপাতালে আসন এবং বুষ্টার ডোজ নিলাম। এখানে সুন্দর ব্যবস্থপনা সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

(ডিসিপি/এএস/জানুয়ারি ০৩, ২০২২)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test