E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় আচরণবি‌ধি ভঙ্গের হি‌ড়িক : স্কুল, টয়‌লেট কবরস্থা‌নের দেয়ালেও পোষ্টার!

২০২২ জানুয়ারি ০৩ ১৫:০০:৫৯
পাংশায় আচরণবি‌ধি ভঙ্গের হি‌ড়িক : স্কুল, টয়‌লেট কবরস্থা‌নের দেয়ালেও পোষ্টার!

একে আজাদ, রাজবাড়ী : পঞ্চম ধাপের ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে রাজবাড়ী পাংশা উপ‌জেলার ১০ ইউ‌নিয়‌নে ভোট গ্রহণ আগামী ৫ জানুয়ারী। ভোট গ্রহ‌নের বাকি আর মাত্র ক‌য়েকদ‌নি। ফ‌লে পু‌রোদ‌মে চল‌ছে প্রচার প্রচারণা।

প্রতিদিন ভোর থে‌কে মধ‌্যরাত পর্যন্ত নানান প্রতিশ্রু‌তি দি‌য়ে প্রার্থীরা যা‌চ্ছেন ভোটার‌দের দ্বা‌রে দ্বা‌রে। চা‌য়ের দোকান, হাট-বাজার, রাস্তার মোড়সহ প্রতি‌টি স্থা‌নে এখন একই আলোচনা কে হ‌চ্ছে আগামী‌দি‌নের চেয়ারম‌্যান/মেম্বর।

এ‌দি‌কে ভোট গ্রহ‌নের দিক যতই এ‌গি‌য়ে আস‌ছে, ততই নির্বাচনী উত্তাপ ছড়া‌চ্ছে ভো‌টের মা‌ঠে। নির্বাচনী এলাকায় আচরণ বি‌ধি ভঙ্গ ক‌রে আঠা দি‌য়ে পোস্টার লাগা‌নো হ‌য়ে‌ছে বসতঘ‌রের দেয়াল, টি‌নের বেড়া, বা‌ড়ির গেইট, দোকা‌নের সাটার, ই‌লেক‌ট্রিক পোল ও গাছসহ বি‌ভিন্ন স্থা‌নে।

এমন‌কি পোস্টার লাগা‌নো বাদ যায়‌নি স্কু‌ল, কবরস্থান ও টয়‌লে‌টের দেয়ালেও। তাছাড়া প্রতি‌টি ইউ‌নিয়‌নেই নিয়ম‌তি মি‌ছিল, শোভাযাত্রা ও উচ্চস‌রে মাই‌কে প্রচারনা চালা‌নো হ‌চ্ছে। পাশাপা‌শি গনসং‌যোগ কর‌ছে প্রার্থীরা।

তবে প্রত্যেক প্রাথীর একাধিক মাইক প্রতিটি ইউনিয়নের রাস্তায় রাস্তায় উচ্চ স্বরে প্রচারনা চালানো হচ্ছে। এরা নামাজের সময়ও বাদ দেয় না। ফলে মাইকিংয়ের শব্দে মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছে। বয়স্ক ও শিশুদেের কানে এতে মারত্বক সমস্য হচ্ছে।

পাংশা উপ‌জেলা নির্বাচন অ‌ফিস সু‌ত্রে জানা যায়, উপ‌জেলার মাছপাড়া, বাহাদুরপুর, হাবাসপুর, যশাই, কসবামাঝাইল, স‌রিষা, পাট্টা, ক‌লিমহর, মৌরাট ও বাবুপাড়া ইউ‌পি‌তে ৫ জানুয়ারী নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌তে যা‌চ্ছে। ১০ ইউ‌পি‌তে ৪৯ জন চেয়ারম‌্যান, ১০৭ জন সাধারন ওয়ার্ড সদস‌্য (মেম্বর), ৩৩৯ জন সং‌র‌ক্ষিত ওয়ার্ড সদস‌্য (ম‌হিলা মেম্বর) প্রার্থী প্রতিদ্বন্দীতা কর‌ছেন।

মৌরাট ইউনিয়নের মোঃ হা‌রেজ মোল্লা, মা‌জেদ মন্ডল, বানু বেগমসহ একা‌ধিক ভোটাররা জানান, ভো‌টের সময় এলাকায় উৎস‌বের আমেজ তৈ‌রি হয়। প‌রি‌বেশ সুষ্ঠ থাক‌লে ভোট কে‌ন্দ্রে গি‌য়ে ভোট দে‌বেন। আর য‌দি কোন বিচ্ছৃঙ্খলা হয়, তাহ‌লে ভোট দি‌তে যা‌বেন না। এবং জে‌নে বু‌ঝে যোগ‌্য ও পছন্দের প্রার্থী‌কে ভোট দি‌য়ে বিজয়ী কর‌বেন। যারা নির্বা‌চিত হ‌য়ে অসহায় সাধারন মানু‌ষের পা‌শে থাক‌বে। সেই সা‌থে এলাকার উন্নয়ন ও মাদক, সন্ত্রাস, ইফ‌টি‌জিং নিমূলে ভূ‌মিকা রাখ‌বে।

তারা আরো জানান, নির্বাচন আন‌ন্দের বিষয়। এ সময় প্রার্থীর কর্মী সমর্থকরা উৎস‌বের সা‌থে পোস্টার লাগায়। য‌দিও আঠা দি‌য়ে দেয়াল, বেড়া, সাটা‌রসহ অন‌্যান‌্য স্থা‌নে পোস্টার লাগা‌নোর কথা না। কিন্তু তারপরও লাগানোর জায়গার অভাবে কমীরা বাড়ির বেড়ায় দেয়ালে পোস্টার সাটাচ্ছে।

(একে/এসপি/জানুয়ারি ০৩, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test