E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘২০২২ হবে পরিবর্তন, ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বছর’

২০২২ জানুয়ারি ০৩ ১৫:০৫:০১
‘২০২২ হবে পরিবর্তন, ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বছর’

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেন, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য ২০২২ সাল হবে পরিবর্তনের, ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বছর। বগুড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে রবিবার (২ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘২০২২ সাল হবে শেখ হাসিনার পতনের। খালেদা জিয়ার মুক্তির, তারেক রহমানকে ফিরিয়ে আনার। এজন্য এবার গুলি বুকে যাবে, গুলি নেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকুন।’

সংগঠনের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, আলহাজ্ব মোশারফ হোসেন এমপি, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, বিএনপি নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আলী আজগর হেনা, ফজলুল বারী তালুকদার বেলাল, মাহবুবুর রহমান হারেজ, এমআর ইসলাম স্বাধীন, আলী হায়দার তোতা, হামিদুল হক চৌধুরী হিরু, তাহা উদ্দিন নাহিন, সহিদুন্নবী সালাম, খাদেমুল ইসলাম, সাজিদ হোসেন বাবু, আজিজুল হক প্রমুখ।

(আর/এসপি/জানুয়ারি ০৩, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test