E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কচুয়ায় ড. মনসুরউদ্দীন মহিলা কলেজে ৪ মন্ত্রী আসছেন

২০১৪ সেপ্টেম্বর ১৯ ১৮:২২:৩৬
কচুয়ায় ড. মনসুরউদ্দীন মহিলা কলেজে ৪ মন্ত্রী আসছেন

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ার ড. মনসুরউদ্দীন মহিলা কলেজে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের দায়িত্বে নিয়োজিত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত (প্রধান অতিথি), বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বিশেষ অতিথি হিসেবে একদিনের সফরে শিক্ষামূলক অনুষ্ঠানে যোগদান করবেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

কচুয়ার ইতিহাসে এ প্রথম একই সাথে ৪ জন মন্ত্রী, বেশকিছু সংসদ সদস্য অন্যান্য গুণী ব্যাক্তিদের আগমনে আনন্দিত কচুয়া তথা জেলাবাসী। মন্ত্রী ও এমপিদের আগমনকে সার্থক ও সফল করার লক্ষ্যে ইতিমধ্যে কলেজ পরিচালনা পর্ষদ ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছেন। পূর্ব থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে সমগ্র এলাকা। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ অতিথিদের আগমনে শুভেচ্ছা ব্যানার, প্যাস্টুন ও পোস্টারে সু-স্বজ্জিত করে তুলেছে এলাকা।

এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে দুটি হেলিকপ্টারযোগে ৪ মন্ত্রী ও তাদের সাথে থাকা সফর সঙ্গীগণ স্থানীয় চাঁদপুরের কচুয়ার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। পরে গাড়িযোগে রহিমানগর থেকে হাসিমপুরে অবস্থিত ড. মনসুরউদ্দীন মহিলা কলেজে সকাল ১০টায় কৃতী ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান, বেলা সাড়ে ১১টায় লোক সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ মনসুরউদ্দীন এর জীবণী সর্ম্পকে স্মৃতিমূলক আলোচনা ও বিকেল ৩টায় লোকজ ও সংগীত অনুষ্ঠানে যোগদান শেষে বিকেল ৫টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন।

(এমজে/এটিআর/সেপ্টেম্বর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test