E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়াইগ্রামে দুর্গাপ্রতিমা ভাংচুর

২০১৪ সেপ্টেম্বর ১৯ ১৯:২৪:৩১
বড়াইগ্রামে দুর্গাপ্রতিমা ভাংচুর

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে একটি মন্দিরের নির্মানাধীন দুর্গাপ্রতিমা সহ তিনটি প্রতিমার কাঠামো ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও মন্দির কমিটি সুত্রে জানাযায়, বৃহস্পতিবার রাতে কতিপয় দুর্বৃত্ত বড়াইগ্রাম উপজেলার জোয়ড়ি বাজারে স্থানীয় মন্দিরে নির্মানাধীন দুর্গা,গণেশ ও কার্ত্তিক প্রতিমার হাত ও মাথা ভাংচুর করে। স্থানীয়রা সকালে মন্দিরের প্রতিমা ভাংচুর দেখে স্থানীয় প্রশাসন সহ পুলিশে খবর দিলে ভারপ্রাপ্ত ইউএনও জাহিদুল ইসলাম, ওসি মনিরুল ইসলাম, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জোয়াড়ী পূজা মন্দিরের সভাপতি অসিত কুমার দাস জানান, রাতের আধারে দূর্বৃত্তরা নির্মানাধীন দূর্গা প্রতিমার মাথা ঘুড়িয়ে দিয়েছে এবং গণেশ ও কার্ত্তিক প্রতিমার একটি করে হাত ভেঙ্গে দিয়েছে।

পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সকলকে নিয়ে ধর্মীয় উৎসব পালন করতে চাই। একটি চক্র শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট করার চেষ্টা করছে।

জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা প্রতিমা ভাংচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে এলাকায় নিরাপত্ত ব্যবস্থা জোরদার করার দাবী জানিয়েছেন।
ওসি মনিরুল ইসলাম বলেন, আমরা আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ভারপ্রাপ্ত ইউএনও জাহিদুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ভাবে দূর্গা পূজা উদযাপনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এরমধ্যেও অনাকাংখিক ঘটনায় আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সর্তক থাকার নির্দেশ দিয়েছি।

(এমআর/এটিআর/সেপ্টেম্বর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test