E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন সংবর্ধনা ও আলোচনা সভা

২০২২ জানুয়ারি ০৫ ২০:২৪:৪৬
রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন সংবর্ধনা ও আলোচনা সভা

রিপন মারমা, রাঙামাটি : কাপ্তাই নতুন বাজার শাখা কর্তৃক আয়োজনে রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্র- ১৮ ৪৩ সংবর্ধনা ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। ৫ জানুয়ারি বুধবার দুপুর সাড়ে ১২টায় চট্রগ্রাম-  কাপ্তাই সড়ক পাশে  নতুন বাজার অটোরিক্সা স্টেশন  চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা কাজী মাকসুদুর রহমান বাবুল সঞ্চালনা ও সভাপতিত্ব করেন, আমির হোসেন, স্বাগত বক্তব্য দেন, আব্দুল সোবহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরেশ মজুমদার। সেসময় সংবর্ধনা কালে প্রধান অতিথি বলেন, মহামারি করোনাকালীন সময় সরকার ঘোষিত লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় চরম বিপর্যয়ে পড়েছিল অটোরিক্সা পরিবহন শ্রমিকরা। করোনাকালীন সময়ে অসহায় হয়ে পড়া শ্রমিকদের বিভিন্ন ধরণের সহযোগিতা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার যতবারেই ক্ষমতায় আসে পরিবহন শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে ।

তিনি আরো বলেন, পরিবহন শ্রমিকদের হয়রানি না করে তাদের প্রতি সহনশীল হওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

আরো উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি অংসুই ছাইন চৌধুরী রাঙামাটি জেলা পরিষদ সদস্য। সে সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব অঞ্চলে সমান উন্নয়ন করে আসছেন। পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে গত এক দশক ধরে শত শত কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। বর্তমান সরকার পার্বত্য অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নসহ নানা উন্নয়ন সাধন করে আসছেন। তিনি আরো বলেন, আজকে পুরো পার্বত্য চট্টগ্রাম বদলে গেছে, বাংলাদেশের অন্য এলাকার চেয়ে পার্বত্যাঞ্চলে উন্নয়নের ছোঁয়া প্রকৃতপক্ষে অনেক বেশি। কারণ এখানে সরকার অধিক মনযোগী। এর ফলে তিন পার্বত্য জেলার চিত্র বদলে গেছে। এখানে মানুষের যে উন্নয়ন হয়েছে এটি সম্ভবপর হয়েছে জননেত্রী শেখ হাসিনার কারণে। পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি করা ও তার বাস্তবায়নের মাধ্যমে এখানে শান্তি স্থাপন করা হয়েছে।

সেজন্য প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন। সেটি আমাদের সরকার অনেক করেছেন। শান্তি স্থিতিও প্রয়োজন, সমস্ত কিছু মিলে এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে দেশ এগিয়ে যাবে।

আমাদের জননেত্রী শেখ হাসিনাও একজন ধর্মপরায়ন মানুষ এবং তিনি সব ধর্মের ব্যাপারেই অত্যন্ত আন্তরিক। তিনি চান প্রত্যেক ধর্মের লোকেরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে। তাই তিনি জনগণের নিরাপত্তাসহ সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন।

সেসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, প্রকৌশলী আবদুল লতিফ, কাজী শামশুল ইসলাম আজমীর, আকতার আলম, জয়নাল আবেদীন, একরামুল হক, আঃলীগ অঙ্গ-সহযোগী সগঠন নেতা কর্মী, সুশীল সমাজ, শ্রমিক, গাড়ি চালক, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক প্রমুখ।

(আরএম/এএস/জানুয়ারি ০৫, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test