E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৌকা প্রতীক নিয়ে দেশে কম ভোটের রেকর্ড গড়লেন নিমাই চাঁদ

২০২২ জানুয়ারি ০৬ ১৮:১৫:০০
নৌকা প্রতীক নিয়ে দেশে কম ভোটের রেকর্ড গড়লেন নিমাই চাঁদ

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে সর্বনিম্ন ভোটের রেকর্ড গড়েছেন নিমাই চাঁদ মন্ডল নামে এক প্রার্থী। তিনি গত বুধবার পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ফলসি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী ছিলেন। ভোটে তিনি ৯টি কেন্দ্রে মাত্র ৪২ ভোট পান। তিনটি কেন্দ্রে তিনি এক ভোট করে পেয়েছেন।

এর আগে দেশে সর্বনিম্ন ভোটের রেকর্ড ছিল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে নৌকার প্রার্থী মো: শাহ নেওয়াজ রুমেলের। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছিলেন মাত্র ৬৭ ভোট। এই রোকর্ড ভঙ্গ করে দলীয় প্রতিক নিয়ে নিমাই চাঁদ মন্ডল নতুন রেকর্ড গড়লেন। ফলসি ইউনিয়নের রিটার্নিং অফিসার ও হরিণাকুন্ডু উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহমান সাক্ষরিত সরকারি ফলাফলে দেখা গেছে, হরিণাকুন্ডুর ফলসি ইউনিয়নে মোট কেন্দ্র সংখ্যা ছিল ৯টি। এরমধ্যে শড়াতলা সরকারি স্কুল কেন্দ্রে পোলকৃত ১৩০২ ভোটের মধ্যে নৌকা প্রতীক নিয়ে নিমাই চাঁদ মন্ডল পেয়েছে মাত্র চার ভোট। কুলবাড়িয়া সরকারি স্কুল কেন্দ্রে পোলকৃত ৯৬২ ভোটের মধ্যে নৌকা পেয়েছে মাত্র ০১ ভোট। বোয়ালিয়া ও সিঙ্গা ভোট কেন্দ্রেও মাত্র ০১ ভোট করে পেয়েছে নৌকা প্রতীক।

প্রাপ্ত সরকারি ফলাফলে দেখা গেছে, কুলবাড়িয়া ঈদগাহ মাঠের অস্থায়ী ভোট কেন্দ্রে নিমাই চাঁদ মন্ডলের নৌকা প্রতীক পোলকৃত ১২১২ ভোটের মধ্যে ০৬, বলরামপুর সরকারি স্কুল কেন্দ্রে ১১২২ ভোটের মধ্যে ৫ ভোট, পারফলসি স্কুল কেন্দ্রে ১০৮০ ভোটের মধ্যে ৬ ভোট ও শিঙ্গা মাদ্রাসা কেন্দ্রে ৭২৪ ভোটের মধ্যে ০৩ ভোট পেয়েছেন। প্রার্থীর নিজ কেন্দ্র ফলসি সরকারি প্রাইমারি স্কুলে পোলকৃত ১২০০ ভোটের মধ্যে পেয়েছেন মাত্র ১৫ ভোট। মোট পোলকৃত ৮৮৪৪ ভোটের মধ্যে নৌকার সর্বমোট ভোট মাত্র ৪২। এতে নৌকা প্রতিক ০.৪৭ শতাংশ (হাফ পার্সেন্টেরও কম) ভোট পান। ফলে নৌকার প্রার্থী জামানত হারিয়েছেন।

এ ব্যাপারে নৌকার প্রার্থী নিমাই চাঁদ মন্ডল বৃহস্পতিবার বিকালে বলেন, আমাকে দলীয় মনোনয়ন দিয়ে দল এবং নেত্রী আমাকে সম্মানিত করেছিল। কিন্তু দলের নেতাকর্মীরা কেউই আমার পেছনে ছিলেন না। তারা বিদ্রোহী প্রার্থীদের পেছনে ভোট করে বেড়িয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার আঃ ছালেক বলেন, কোনো প্রার্থী ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাতিল হবে। সেই হিসেবে প্রার্থী নিমাই চাঁদ মন্ডলের জামানত বাজেয়াপ্ত হবে।

(একে/এএস/জানুয়ারি ০৬, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test