E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে পুলিশ পরিবারের জমি দখল করে ভবন নির্মাণ করছে আরেক পুলিশ সদস্য

২০২২ জানুয়ারি ০৬ ১৮:২৯:০৯
বাগেরহাটে পুলিশ পরিবারের জমি দখল করে ভবন নির্মাণ করছে আরেক পুলিশ সদস্য

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলায় শরাপপুর গ্রামে অবসরপ্রাপ্ত ও মৃত পুলিশ সদস্যে লুৎফর রহমানের বিধবা স্ত্রী এবং সন্তানের ১০ শতাংশ জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে পুলিশের কনস্টবল সৈয়দ খালিদ সাইফুল্লাহ বিরুদ্ধে। দখলকৃত জমিতে সৈয়দ খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ পুলিশ এই নামে সাইনবের্ড টানিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভূক্তভোগীরা রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অবসরপ্রাপ্ত ও মৃত পুলিশ সদস্যের সন্তান মাহমুদুর রহমান জানান, আমি ও আমার মা মাহমুদা বেগমের নামে রামপাল উপজেলায় শরাপপুর গ্রামে ক্রয়সুত্রে ১০ শতাংশ জমিতে বসতঘর করে বসবাস করে আসছিলাম। পাচ দির আগে আমাদের ভোগদখলকৃত জমি জোরপূর্বক দখল করে বসতঘর ভেঙ্গে পুলিশের কনস্টবল সৈয়দ খালিদ সাইফুল্লাহ সেখানে ভবন নির্মান করছে। দখলকৃত জমিতে সৈয়দ খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ পুলিশ এই নামে সাইনবের্ড টানিয়ে দেয়া হয়েছে। পুলিশের কনস্টবল সৈয়দ খালিদ সাইফুল্লাহ প্রভাবশালী হওয়ায় এই অবৈধ দখলের বিষয়ে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়েরসহ এলাকার প্রভাবশালীদের কাছে গিয়েও কোন প্রতিকার মিলছেনা।

এ বিষয়ে পুলিশ কনস্টবল খালেদ সাইফুল্লার মুঠোফোনে নিজে জমির প্রকৃত মালিক বলে দাবি করেন। সাইনবোর্ডে বাংলাদেশ পুলিশের নাম ব্যবহারের বিষয়ে বলেন আমার পিতা সৈয়দ আহম্মদ আলী ওই নাম ব্যবহার করে সাইনবোর্ড টানিয়েছেন। যাতে করে চোরেরা কোন মালামাল নিতে না পারে, এজন্য সাইনবোর্ডে বাংলাদেশ পুলিশের নাম ব্যবহার করা হয়েছে।

বাইনতলা ইউনিয়ন চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর জানান, আমি ওদের জায়গা দখল করে ভবন নির্মান করতে নিষেধ করেছি এবং জায়গা ছেড়ে দিতে বলেছি। একই কথা বলেন, ইউপি সদস্য শাহিন মোল্যা ও তুহিন খান।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দীন জানান, জমি দখলের বিষয়ে অভিযোগের কপি পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(এসএকে/এসপি/জানুয়ারি ০৬, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test