E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে শরণার্থী সংস্থার কম্বল ও শিশু খাদ্য উদ্ধার, যুবক আটক

২০২২ জানুয়ারি ০৬ ২০:৫১:২৩
সুবর্ণচরে শরণার্থী সংস্থার কম্বল ও শিশু খাদ্য উদ্ধার, যুবক আটক

মো: ইমাম উদ্দিন সুমন, নেয়াখালী : রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত শিশু খাদ্য ও কম্বল খোলা বাজারে বিক্রি করার সময় এক যুবককে আটক করেছে সুবর্ণচর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। 

অভিযুক্ত মো.মিজান উদ্দিন (৩২) উপজেলার মধ্য চরবাটা গ্রামের শেখ ফরিদের ছেলে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সুবর্ণচর উপজেলার চরবাটা খাসেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, সুবর্ণচরের চরবাটা খাসেরহাট বাজারে এক য্বুক রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) লগো সংযুক্ত কম্বল ও শিশু খাদ্য খোলা বাজারে বিক্রি করছে। এমন সংবাদ থেকে তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ প্যাকেট শিশু খাদ্য ও ৩০ পিস কম্বল জব্দ করা হয়। একই সাথে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত যুবককে ১০হাজার টাকা অর্থদন্ড করা হয়।

(আইইউএস/এএস/জানুয়ারি ০৬, ২০২২)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test