E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশাশুনিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় পাল্টাপাল্টি মামলা, নবনির্বাচিত চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৬ 

২০২২ জানুয়ারি ০৭ ১৫:৫৭:৫৭
আশাশুনিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় পাল্টাপাল্টি মামলা, নবনির্বাচিত চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৬ 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। নবনির্বাচিত খাজরা ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিম বাদি হয়ে পরাজিত স্বতন্ত্র প্রার্থী অহিদুল ইসলামসহ ১৬ জনের নাম উল্লেখ করে ও পরাজিত প্রার্থী অহিদুল ইসলাম বাদি হয়ে নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমসহ ১৫ জনের বিরুদ্ধে বৃহষ্পতিবার রাতে এ মামলা দায়ের করেন। পুলিশ দু’টি মামলায় এজাহারভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের মোজাহার সরদারের ছেলে নবনির্বাচিত খাজরা ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিম, একই গ্রামের আনারুল ইসলামের ছেলে মোস্তাকিম, একই গ্রামের নফিল মোল্লার ছেলে পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অহিদুল ইসলাম, একই গ্রামের ইনামুল সরদারের ছেলে রাব্বি, নওশের সরদারের ছেলে মোহাম্মদ আলী, মুকুল মোল্লার ছেলে রাসেল মোল্লা।

ঘটনার বিবরণে জানা যায়, ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুধবার রাত ১০টার দিকে আশাশুনির খাজরা ইউপিতে শাহানেওয়াজ ডালিম জয়লাভ করেছেন বলে বেসরকারিভাবে ঘোষণা করা হয়। এখবর ছড়িয়ে পড়ার পরপরই ডালিম সমর্থকরা পরাজিত চেয়ারম্যান প্রার্থী অহিদুল ইসলামের বাড়িতে হামলার হুমকি দেয় বলে সংশ্লিষ্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়। পরদিন সকাল সাড়ে আটটার দিকে নবনির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বে বিজয় মিছিলটি তুয়ারডাঙা ব্রীজের কাছে পরাজিত প্রার্থী অহিদুল ইসলামের বাড়ির সামনে পৌঁছানো মাত্রই উত্তেজনা সৃষ্টি হয়। দু’পক্ষের মধ্যে ইট পাটকেল ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। একপর্যায়ে ডালিম সমর্থকরা অহিদুল ইসলামের বাড়ির গেট ভেঙে ফেলার চেষ্টা করে।

এ সময় অহিদুল ইসলাম বাড়ির দোতলা থেকে হামলাকারিদের লক্ষ্য করে তার লাইসন্সকৃত সটগান থেকে গুলি ছোঁড়েন। গুলি ও ইটের আঘাতে কমপক্ষে ১০জন আহত হয়। বিকেল চারটার দিকে পুলিশ অহিদুল ইসলামসহ ২২জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ সময় অহিদুল ইসলামের বাড়ি থেকে পাঁচটি রাম দা ও কয়েকটি বাঁশের লাঠি জব্দ করা হয়। রাতে চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে আটক করা হয়। রাতেই ডালিম ও অহিদুলসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে বাকীদের ছেড়ে দেওয়া হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীর জানান, খাজরা ইউনিয়নে সহিংসতার ঘটনায় শাহনেওয়াজ ডালিম ও অহিদুল ইসলাম বৃহষ্পতিবার রাতে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন। ডালিম ও অহিদুল ইসলামসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে বিচারিক হাকিম সালাউদ্দিনের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/জানুয়ারি ০৭, ২০২২)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test