E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যা

২০২২ জানুয়ারি ০৮ ২০:০২:১৭
ঝিনাইদহে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ইউনিয়নে ইউনিয়নে চলছে নির্বাচনী সহিংসতা। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন চরম অবনতির দিকে। নির্বাচন পরবর্তী নতুন সহিংসতায় শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বগুড়া ইউনিয়নের বগুড়া গ্রামে কল্লোল খন্দকার (৪০) নামের এক যুবককে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত কল্লোল বগুড়া গ্রামের মৃত আকবর খন্দকারের ছেলে।

এ সময় আহত হন দুইজন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিমুলের সমর্থকরা হত্যাকাণ্ড চালায় বলে নিহত কল্লোলের পরিবারের অভিযোগ।

জানা যায়, শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে বগুড়া গ্রামের মাঠে পিঁয়াজ লাগানোর সময় হামলার শিকার হন কল্লোল। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কিছু সময় পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কল্লোল বগুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থক বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত শৈলকূপায় নির্বাচনী সহিংসতায় মোট প্রাণ গেল ৫ জনের। এ ছাড়া কাঁচেরকোল, সারুটিয়া, দুধসরসহ ইউনিয়নে ইউনিয়নে চলছে বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট, নৈরাজ্য। ফলে আরও প্রাণহানির আশঙ্কা করছেন জেলার সচেতন মহল।

(একে/এএস/জানুয়ারি ০৮, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test