E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা ছাত্র নিহত 

২০২২ জানুয়ারি ০৯ ০৯:২২:০১
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা ছাত্র নিহত 

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে থ্রি হুইলার (মহেন্দ্রা) ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। এসময়ে আর ৩ শিক্ষার্থী আহত হয়েছে। আহদের মধ্যে একজনকে আশংকা জনকঅবস্থায় ঢাকা প্রেরন করা হয়েছে। 

শনিবার গভীর জেলার ফকিরহাট উপজেলার শ্যামবাগাত মুন স্টার জুট মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর গ্রামের আব্দুল্লাহ মাহমুদ (২২), রামপালের ঝনঝনিয়া গ্রামের আব্দুল গফুর (২০) ও সাতক্ষীরার কালিগঞ্জের মালিন্দ্রা গ্রামের সালাউদ্দিন (১৯)। হতাহতরা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিরমপুর মাদ্রাসার ছাত্র ছিলো। তারা খুলনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগীতা শেষ থ্রি হুইলার যোগে মাদ্রাসায় ফিরছিলেন।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, খুলনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগীতা শেষ করে নিহত আহতরা মাহিন্দ্রা যোগে মাদ্রাসায় ফিরছিল। এদিন রাত দেড়টার দিকে ফেরার পথে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের শ্যামবাগাত মুন স্টার জুট মিলের সামনে এসে মালবাহী ট্রাক ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩ মাদ্রাসার ছাত্র মারা যায়। আহতদের মধ্যে তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে ঢাকায় পাঠানো হয়েছে । ঘন কুয়াশার কারনে এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি চালকসহ পালিয়ে গেছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এদিকে নিহতদের ময়না তদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত নিয়েছে পরিবাবারের সদস্যরা। হাকিমপুর মাদ্রাসায় জানাযার নামাজ শেষে দুপুরে লাশ পারিবারিক ভাবে দাফন করা হয়েছে বলে জানান হাইওয়ে থানার ওসি।

(এসএকে/এএস/ ডিসেম্বর ৯, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test