E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পায়রা বন্দরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ইলেকট্রিক্যাল এন্ড হাউস ওয়ারিং প্রশিক্ষণ

২০২২ জানুয়ারি ০৯ ১৫:২০:২১
পায়রা বন্দরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ইলেকট্রিক্যাল এন্ড হাউস ওয়ারিং প্রশিক্ষণ

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ।

রবিবার সকাল ১১টায় কলাপাড়ার ধুলাসার আবাসন স্কুল মিলনায়তনে উন্নয়ন সংস্থা ডরপ এর সহযোগীতায় ক্ষতিগ্রস্থ্যদের ইলেকট্রিক্যাল এন্ড হাউস ওয়ারিং প্রশিক্ষণ শুরু হয়েছে।

ডরপ'র ডেপুটি টিম লিডার মো. মনিরুজ্জামান প্রিন্স এর সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলাসার ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পায়রা বন্দর কর্তৃপক্ষের এডি আশরাফ উজ্জামান বাপ্পি। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, প্রশিক্ষক সুব্রত কুমার বিশ্বাস ও ডরপ'র ট্রেনিং কো অর্ডিনেটর জি এম সাইদুর রহমান প্রমুখ।

দুই শিফটে ৫০ জনকে তিন মাস ব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। প্রশিক্ষণের প্রথমদিনে প্রশিক্ষণাথীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

(এমকে/এসপি/জানুয়ারি ০৯, ২০২২)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test