E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভারে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ

২০২২ জানুয়ারি ১০ ১৪:৫৭:৪২
সাভারে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় সাভারের অধরচন্দ্র স্কুল মাঠ প্রাঙ্গনে প্রায় ৬’শত শীতার্তকে এ কম্বল বিতরণ করা হয়। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবির ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস হাসান টিটু।

শীতার্তদের পাশে দাঁড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) নিজস্ব অর্থায়নে এ আয়োজন করে।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ।

কম্বল পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন সাভারের শীতার্তরা। হাসি ফুটেছে সাভারের বিভিন্ন এলাকার অসহায় রুমা বেগম, লায়লা বেগম, ফিরোজা খাতুনের মুখে। লায়লা খাতুন বলেন, কেউ তো আমাদের খোঁজ নেয়না। আজ তাও একটা কম্বল পেলাম। ঘরে মানুষ ৫ জন। গত বছর একটা কম্বল দিয়েছিল কারা যেন। এ বছর একটা পেলাম, এর পরে আর শীতে কষ্ট হবেনা।

বিজিবি ৫ এর পরিচালক ফেরদৌস হাসান টিটু বলেন, জনগণের যে কোন প্রয়োজনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমরা প্রতি বছরই বিভিন্ন ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এবারও আমরা শীতবস্ত্র বিতর‍ণের মাধ্যমে শীতার্তদের সাথে একাত্বতা প্রকাশ করে পাশে দাঁড়িয়েছি বলে জানান তিনি।

(টিজি/এএস/জানুয়ারি ১০, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test