E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ৪ বাংলাদেশী আহত

২০১৪ সেপ্টেম্বর ২০ ১২:৫০:২৫
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ৪ বাংলাদেশী আহত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে চার বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

ভারতে অনুপ্রবেশের সময়ে শনিবার ভোরে সীমান্তের ৩৮০/৩ পিলার এলাকায় বড়বিল্লাহ ১২১ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা গুলি ছুঁড়লে ওই ৪ গরু ব্যবসায়ী আহত হন।

আহতরা হলেন- বেউরঝাড়ি চরইগেদী গ্রামের আজিমুদ্দিনের ছেলে তোজাম্মেল হোসেন (২২), একই গ্রামের ছলিম উদ্দিনের ছেলে মাহামুদ মিস্টার আহম্মেদ (২৬), দবির উদ্দিনের ছেলে সাদেকুল ইসলাম (৩৫) ও আনাবুল হকের ছেলে দিলু মোহাম্মদ (২০)।

বিজিবি সূত্রে জানা যায়, ওই চার গরু ব্যবসায়ী গরু আনতে ভারতে যাচ্ছিল।

ঠাকুরগাঁও-৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোয়েন্দা কর্মকর্তা মেজর তৌহিদ ৪ বাংলাদেশীর গুলিবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনার প্রতিবাদ ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test