E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জলাবদ্ধতার কবলে মদন পৌরসভা

২০১৪ সেপ্টেম্বর ২০ ১৪:৪৪:০৩
জলাবদ্ধতার কবলে মদন পৌরসভা

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার মদন পৌরসভায় অপরিকল্পিত রাস্তা ও ড্রেনেজ নির্মাণ করায় অল্প বৃষ্টিতেই পৌরসভার কয়েকটি এলাকা জলাবদ্ধতার কবলে পানি বন্দী হয়ে পড়ে। ফলে কোমলমতি শিক্ষার্থী, হাট-বাজার সহ প্রতিদিনের ন্যায় কাজ-কর্মের ব্যাঘাত ঘটে।

সরজমিনে দেখা যায়, পৌরসভার মদন-কেন্দুয়া রাস্তা হতে মদন বালিকা উচ্চ বিদ্যালয় রাস্তা , নতুন বাজারসহ কয়েকটি পুকুর তলিয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় ওইসব এলাকার বাসা-বাড়ি, শিক্ষা-প্রতিষ্ঠান, দোকানপাট সহ জলাবদ্ধতার কবলে পড়ে। পৌরসভার ৭নং ওয়ার্ডের জায়ীদ হাসান খান জানান, এই নিচু রাস্তা তৈরির সময় ইঞ্জিনিয়ারসহ পৌরসভাকে বারবার অবগত করেও পরিকল্পিভাবে রাস্তা-ড্রেন নির্মাণ না করায় আমরা এ দুরবস্থায় ভুগছি।

ফলে দু-একদিনের বৃষ্টিতেই রাস্তা তলিয়ে যায়। নতুন বাজারের কাঁচামালের ব্যবসায়ী বিপ্লব সাহা জানান, দু-একদিন বৃষ্টি হলেই জমা পানি আমাদের মালামাল ভাসিয়ে নিয়ে যায়। পৌরসভার ইঞ্জিনিয়ার মোফাক্কারুল ইসলাম জানান, জলাবদ্ধতার এলাকা গুলো পরিদর্শন করেছি এ নিয়ে পৌর মেয়র মহোদয়ের সঙ্গে যোগাযোগ করুন। পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন সফিক জানান, এই ব্যাপারে আগামী টেন্ডার গুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এএমএ/এএস/সেপ্টেম্বর ২০, ২০১৪ )



পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test