E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সেনাবাহিনী হবে জনগণের বাহিনী : সেনাপ্রধান

২০২২ জানুয়ারি ১১ ১৫:৪৫:৩৬
সেনাবাহিনী হবে জনগণের বাহিনী : সেনাপ্রধান

টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী। সুখে-দুঃখে সকল সময়ে দেশের মানুষের পাশে থেকে যে কোন প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগ করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি বলেন, দেশের যে কোন দুর্যোগে সেনাবাহিনী সামর্থের মধ্যে জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। 

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনাস্থ কুতুবপুর ডিগ্রি কলেজ মাঠে সাগরদীঘি অঞ্চলের অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সারাদেশে আমরা এক লাখ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি- চিকিৎসা সেবা দিয়েছি। পাশাপাশি গবাদি পশুরও চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী। আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী- একইসাথে বাংলাদেশ সেনাবাহিনীরও সুবর্ণজয়ন্তী উদযাপন করছি।

সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এরআগে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন। এছাড়া স্থানীয় জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদানের জন্য পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সহ সেনাবাহিনীর উর্ধতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এসএম/এসপি/জানুয়ারি ১১, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test