E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউনিয়ন পরিষদ নির্বাচন

মদনে আওয়ামীলীগ প্রার্থীসহ ১৫ জনের জামানত বাজেয়াপ্ত

২০২২ জানুয়ারি ১১ ১৭:৫৬:০৩
মদনে আওয়ামীলীগ প্রার্থীসহ ১৫ জনের জামানত বাজেয়াপ্ত

মদন প্রতিনিধি : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার মদনে আওয়ামীলীগের প্রার্থীসহ ১৫জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ফতেপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক মোঃ জহিরুল ইসলাম চৌধুরী ১২০০ ভোট পেয়ে জামানত হারান। ওই ইউনিয়নে এজাজুর রহমান স্বতন্ত্র ঘোড়া ২৫৭, খোকন অটোরিক্সা ১০৫৩ ও মতিউর রহমান স্বতন্ত্র টেবিল ফ্যান ৪০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন, এ ইউনিয়নে সর্বমোট প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ১০,৯১৭। 

এদিকে ১নং কাইটাল ইউনিয়নে মোহাম্মদ খায়রুল ইসলাম লাঙ্গল প্রতীকে ৯১ ভোট পেয়ে জামানত হারান, এ ইউনিয়নে মোট প্রাপ্ত ভোট ১২২৭৭।

২নং চানগাঁও ইউনিয়নে মোঃ জয়নাল আবেদিন স্বতন্ত্র মোটরসাইকেল ৪৮৩ ভোট পেয়ে জামানত হারান, ওই ইউনিয়নে মোট প্রাপ্ত ভোট ৬২৫৩।

৩ নং মদন ইউনিয়নে এম এ আহাদ স্বতন্ত্র আনারস ৭২৪ ভোট পেয়ে জামানত হারান।

৪নং গোবিন্দশ্রী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল মালেক ১১৬৭ ভোট পেয়ে জামানত হারান, এ ইউনিয়নে মোট প্রাপ্ত ভোট ৯৭৯১।

৫নং মাঘান ইউনিয়নে মোঃ মোস্তাক আহমেদ চৌধুরী স্বতন্ত্র ঘোড়া প্রতীকে ৮০৩ ভোট পেয়ে জামানত হারান,এ ইউনিয়নে মোট প্রাপ্ত ভোট ৮১৪২।

৬ নং তিয়শ্রী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম টেবিল ফ্যান প্রতীকে ৯৩১ ভোট, আসাদুজ্জামান আজাদ স্বতন্ত্র ঘোড়া প্রতীকে ৮১ ভোট, তোফায়েল খান স্বতন্ত্র অটোরিক্সা প্রতীকে ৩৩৪ ভোট, মোঃ আবুল কালাম আজাদ স্বতন্ত্র টেলিফোন প্রতীকে ৬৪ ভোট, মোঃ সাজেদুর রহমান স্বতন্ত্র আনারস প্রতীকে ২২০ ভোট পেয়ে জামানত হারান, এ ইউনিয়নে মোট প্রাপ্ত ভোট ৯৯৪৭। ৭নং নায়েকপুর ইউনিয়নে কামরুজ্জামান তালুকদার স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে ১২২২ ভোট পেয়ে জামানত হারান, এ ইউনিয়নে মোট প্রাপ্ত ভোট ১১৬৩২।

এদিকে ৮নং ফতেপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এজাজুর রহমান ঘোড়া প্রতীকে ২৫৭ ভোট, মতিউর রহমান স্বতন্ত্র প্রার্থী টেবিল ফ্যান প্রতীকে ৪০ ভোট পেয়ে জামানত হারান, এ ইউনিয়নে মোট প্রাপ্ত ভোট ছিল ১০৯১৭।

ইউপি নির্বাচন বিধিমালার ২০১০-এর ৪৪-এর-৩ ধারা অনুযায়ী নির্বাচনে ভোটারদের দেয়া মোট প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। নির্বাচন কমিশনের দেয়া ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া যায়।

উপজেলা নির্বাচন অফিসার হামিদ ইকবাল জানান,ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫ চেয়ারম্যান প্রার্থী কাস্টিং ভোটের ৮ ভাগের চেয়ে কম পাওয়ায় তাদের জামানত বাতিল হয়েছে।

(এম/এসপি/জানুয়ারি ১১, ২০২২)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test