E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

লাউয়াছড়া উদ্যানে বিপন্ন মধুবাজ অবমুক্ত

২০২২ জানুয়ারি ১১ ১৮:৪০:৪৪
লাউয়াছড়া উদ্যানে বিপন্ন মধুবাজ অবমুক্ত

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিপন্ন প্রজাতির একটি ‘মধুবাজ’ (Oriental Honey-buzzard) অবমুক্ত করেছে বাংলাদেশ বন্যপ্রণী সেবা ফাউন্ডেশন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে লাউয়াছড়া বনে বিপন্ন মধুবাজ এই পাখিটি অবমুক্তির সময় সহকারি বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র, ওয়াইল্ডলাইফ জুনিয়র স্কাউট সুব্রত সরকার ও তাজুল ইসলাম, বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, মৌলভীবাজার সড়কের আজমির ময়দার মিলে মিল-মালিকের পালিত কবুতরের বাচ্চা খাওয়ার জন্য এসে বাজ পাখিটি কবুতরের পিঞ্জিরাতে আটকা পড়ে। পরে প্রানীটিকে উদ্ধারে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়া হয়। সেখান থেকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব উদ্ধার করে নিয়ে আসেন।

স্বপন দেব সজল আরো বলেন, এই পাখিটি বিরল প্রজাতির মধুবাজ। মধুবাজ বিরল প্রজাতির শিকারি আবাসিক পাখি। একে ‘মৌবাজ’ হিসেবে উল্লেখ করা হয় বলে বন্যপ্রানী বিশেষজ্ঞরা জানান।

(একে/এসপি/জানুয়ারি ১১, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test