E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শপথ নিলেন মৌলভীবাজার সদরের ১২ ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিরা 

২০২২ জানুয়ারি ১২ ১৭:৩৭:৩০
শপথ নিলেন মৌলভীবাজার সদরের ১২ ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিরা 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : সদ্য সমাপ্ত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ১৮দিনের মাথায় আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেছেন মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা। 

বুধবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন সদর উপজেলার ১২টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যনরা।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমান বাঁধন এর সঞ্চালনায় নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মল্লিকা দেসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।

এর আগে শপথ অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা মূলক বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাবরিনা রহমান বাঁধন। এর পর নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে অভিব্যাক্তি প্রকাশ করে বক্তব্য দেন ৬নং এ কাটুনা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবু সুফিয়ান ও ৯নং আমতৈল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সুজিত চন্দ্র দাশ।

শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নানা গুজব ও শঙ্কা রটানো হয়। তার পরও প্রতিশ্রুতি অনুযায়ী দৃশ্যমান অবাধ সুষ্টু ও নিরেপক্ষ নির্বাচন দিতে পেরেছি বলে আমার ধারনা। এসময় তিনি নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, আপনার নির্বাচনের আগে যেভাবে বলেছেন মানুষের সেবা করার কথা সেভাইে সরকারের উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মধ্যদিয়ে মানুষের সেবা করে যাবেন। এসময় তিনি ইউপি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত চেয়ারম্যানদের জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানান।

শপথ অনুষ্ঠানে অংশ নেন সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী,২নং মনুমুখ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদ হোসেন, ৩নং কামালপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আপ্পান আলী, ৪নং আপার কাগাবলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইমন মোস্তফা, ৫নং আখাইলকুড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মোঃ বদরুজ্জামান চুনু, ৬নং একাটুনা ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান আবু সুফিয়ান, ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আখতার উদ্দিন, ৮নং কনকপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রুবেল উদ্দিন,৯নং আমতৈল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সুজিত চন্দ্র দাশ, ১০নং নাজিরাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ, ১১নং মোস্তফাপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ ও ১২নং গিয়াসনগর ইউনিয়ন থেকে নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোশারফ টিটু।

এদিকে একই দিনে বিকাল ৪টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক শপথ নিয়েছেন সদর উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা। তাদের শপথ পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমান বাঁঁধন।

(একে/এসপি/জানুয়ারি ১২, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test