E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

২০২২ জানুয়ারি ১২ ১৮:৩৩:৫১
ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : শিক্ষকদের নানা অনিয়ম ও দুর্নিতীর প্রতিবাদে ঝিনাইদহে সড়ক অবরোধ করেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১২ জানুয়ারি) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত প্রতিষ্ঠানের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় বন্ধ হয়ে যায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে সকল প্রকার যান চলাচল। ভোগান্তীতে পড়ে সড়কে চলাচলকারীরা।

অবরোধ চলাকালে ওই প্রতিষ্ঠানে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীর নানা শ্লোগান দিতে থাকে। অবরোধ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে নানা অনিয়ম করে আসছে। ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা সঠিক ভাবে দিলেও শিক্ষকরা তাদের নম্বর কম দিচ্ছে। প্রতিবাদ করা হলে টিসি দিয়ে অন্য প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষকরা ব্যবহারিক ক্লাসের নামে মাঠে কাজ করান। আমাদের ঠিকমত ক্লাস নেন না। দেশের অন্য এটিআই থেকে আমাদের এটিআইতে ভর্তির জন্য ৭০০ টাকা বেশি নেওয়া হয়। ক্যাম্পাসের গাছ বিনা টেন্ডারে বিক্রি করে দেওয়া হচ্ছে। প্রাতিষ্ঠিানিক দুর্নীতিতে প্রতিষ্ঠানটি ডুবে গেছে। এর প্রতিকার দরকার। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দাবী মানার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, কিছু দাবি নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। কর্তৃপক্ষ সমস্যার সমাধান করে দিবে এমন আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেন।

এ ব্যাপারে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ দেবানন্দ বিশ্বাস জানান,গত সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময় আমাদের একজন ছাত্র নকল করতে গিয়ে ধরা পড়ে বহিষ্কার হয়।

গত পরশুদিন বোর্ড থেকে আমাদের পঞ্চম ও সপ্তম সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হয়।সেখানে ওই শিক্ষার্থীকে সকল বিষয়ে অকৃতকার্য দেখানো হয়।যারই ওই ফলশ্রুতিতে শিক্ষার্থী তার সহপাঠীদের নিয়ে বিভিন্ন প্রকার মিথ্যা অনিয়ম তুলে ধরে আন্দোলন করেছে।বিষয়টি নিয়ে আমি উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলেছি। দ্রুতই এর সমাধান হবে বলে আমি মনে করছি।

(একে/এএস/জানুয়ারি ১২, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test