E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সান্তাহারে ৫০ দুস্থ ও অসহায়ের মাঝে আর্থিক সহায়তা ও কম্বল বিতরণ

২০২২ জানুয়ারি ১২ ২৩:১৯:৪০
সান্তাহারে ৫০ দুস্থ ও অসহায়ের মাঝে আর্থিক সহায়তা ও কম্বল বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : গ্রাম ঘুরে বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৩০ শীতার্তদের মাঝে কম্বল এবং ২০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে সামাজীক সংগঠন ‘পানলা আলোকিত ফাউন্ডেশন’। বুধবার সকাল থেকে উপজেলার সান্তাহার ইউপির পানলা, কেল্লাপাড়া, প্রান্নাথপুর, চকজান, দড়িয়াপুর, ছাতনী ও ঢেকড়া গ্রামে ঘুরে ঘুরে এসব শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন সংগঠনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন পানলা আলোকিত ফাউন্ডেশনের সভাপতি এসরেকুল ইসলাম, সহ-সভাপতি মির হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাফি, সাবেক ইউপি সদস্য মহাতাব হোসেন, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম রোমন, সদস্য আনোয়ার, জনি, গাফফার, হৃদয়, আকাশ, সাদ্দাম, হিমেল, শুভ প্রমুখ।

উপজেলার পানলা গ্রামের শামীম হোসেন বলেন, ‘পানলা আলোকিত ফাউন্ডেশন’ এর সদস্যরা আমার অসুস্থতার খবর পেয়ে বাড়িতে এসে চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা আমার হাতে তুলে দিয়েছে। আমার আমার বিপদের সময় তাঁরা বন্ধু হয়েছে। আল্লাহ তাদের ভালো করবেন। তারা যেন বিপদে পড়া সকল মানুষের পাশে দাঁড়াতে পারে এজন্য দোয়া করি। শুধু তাই নয়, এই শীতে তারা গরীব মানুষদের কম্বল দিয়ে উপকার করছেন।

(এসএইচকে/এএস/জানুয়ারি ১২, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test