E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় সৌরশক্তির মাধ্যমে ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের যাত্রা শুরু 

২০২২ জানুয়ারি ১৩ ১৬:২৮:১১
আগৈলঝাড়ায় সৌরশক্তির মাধ্যমে ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের যাত্রা শুরু 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সরকারের উন্নয়নের আরেক ধাপে বরিশালের আগৈলঝাড়ায় হল সৌরশক্তির মাধ্যমে কৃষকদের ক্ষেতে পানি সেচ দিয়ে চলতি বোরো মৌসুমে ধান চাষের যাত্র শুরু হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সহযোগিতায় উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন মৌজায় ইরি-বোরো ক্ষেতে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে পানি দিয়ে ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে।

সূত্র মতে, যশোর ১-কিউসেক সৌরশক্তি চালিত এলএলপি স্কীমের মাধ্যমে ৪২টি সোলার প্যানেলের মাধ্যমে এই সৌরশক্তি নির্মাণ করা হয়েছে। যার প্রতিটি প্যানেলের ক্ষমতা ৩৯৫ ওয়াট। একসাথে ৪২টি সোলার প্যানেল দিয়ে ৭.৫ অশ্বশক্তির মোটর দিয়ে ইরি-বোরো ক্ষেতে পানি দেওয়া যাবে। এতে প্রায় ২০০ থেকে ২৫০ একর জমি চাষাবাদ করা যাবে। কৃষকেরা বিদ্যুতের চেয়ে এই সৌর শক্তির মাধ্যমে চাষাবাদ করলে অনেক কম খরচ হবে বলে জানিয়েছে কৃষি অফিস।

(টিবি/এসপি/জানুয়ারি ১৩, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test