E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

র‌্যাবের দেয়া কম্বলে উষ্ণতা ফিরে পেলো নাজমা

২০২২ জানুয়ারি ১৩ ১৭:৩৬:৫৯
র‌্যাবের দেয়া কম্বলে উষ্ণতা ফিরে পেলো নাজমা

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঘড়ির কাটায় রাত তখন ১২টা। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আমতলা নামক এলাকায় রাস্তার পাশে আগুন জ্বেলে শীত নিবারণ করছিলেন নাজমা খাতুন। শীতে যেন যবুথুবু হাতগুলো তখনো থরথর করে কাঁপছে তার। এমন সময় হাজির হন ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান। তার গায়ে একটি কম্বল জড়িয়ে দেন তিনি। মুহূর্তেই উষ্ণতা অনুভব করে নাজমা। স্মিত হাসি দিয়ে কম্বলটি নিজের গায়ে জড়িয়ে নিলেন নাজমা খাতুন। তারপর একটি দীর্ঘশ্বাস ছাড়লেন।

কম্বল পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাজমা খাতুন বলেন, এ বছর এই প্রথম কেউ আমাকে কম্বল দিয়ে সহযোগিতা করলো। রাতে শীতে ঘুম আসছিল না। তাই আগুন জ্বেলে বসেছিলাম। এখন নতুন কম্বল গায়ে দিয়ে অনেক ভালো লাগছে। আল্লাহ স্যারকে ভালো রাখুন। গরিব মানুষের ভালো করলে আল্লাহ তারও ভালো করে।

এদিকে বাস টার্মিনাল এলাকার বৃদ্ধ নাইট গার্ড হাসেম মিয়া একটি কম্বল পেয়ে খুশি হয়ে বলেন, রাতে শীতের জন্য পাহারা দিতে কষ্ট হয়। একটা কম্বল দিয়ে শীতের রাত কাটাতে হয়। খুব ঠান্ডা লাগে। স্যার একটা মোটা কম্বল দিলেন, আমি তা পেয়ে অনেক খুশি হয়েছি। বুধবার রাতের আঁধারে ঝিনাইদহ শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে ১০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে র‌্যাব-৬।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান বলেন, সন্ধ্যা থেকে তীব্র বাতাস আর শীতে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সমাজের অসহায় মানুষের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে শীতের এই সময়টা। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সমাজের শীতার্ত মানুষের সহযোগিতা করার। সেই ধারবাহিকতায় রাতে ঘুরে ঘুরে মানুষের মাঝে ১০০ শীতবস্ত্র বিতরণ করা হয়। সামনের দিনগুলোতেও শীতার্তদের মাঝে উঞ্চতা বিলিয়ে দিতে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় ঝিনাইদহ র‌্যাবের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

(একে/এএস/জানুয়ারি ১৩, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test