E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাজস্থলীতে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ 

২০২২ জানুয়ারি ১৩ ১৮:৫১:৩১
রাজস্থলীতে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ 

রিপন মারমা, রাঙামাটি : সততা ও দক্ষতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন এবং সরকারের সকল কর্মকাণ্ড যথাযথ ভাবে পালনের নির্দেশনা প্রদান করা সরকার ও স্থানীয় জনগণের মধ্যে সেতু বন্ধনের কাজ করা ইউনিয়ন পরিষদ তাই আপনাদের দায়িত্ব পালনে তথা সরকারের সেবা সমূহ মানুষের দোরগোরায় পৌঁছে দিতে পরামর্শ দিকনির্দেশনা প্রদান করা। প্রশাসনের নির্দেশিত সকল কাজ সুষ্টুভাবে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা। এসময় তিনি আরোও বলেন, সকল চেয়ারম্যান মেম্বার সদস্যসহ নিজ নিজ এলাকার সমস্যা চিহিৃত করে তা প্রশাসনকে অবহিত করা সমাধানের জন্য কাজ করার আহবান জানান।

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সভাপতিত্বের রাজস্থলী নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ নব নির্বাচিতদের তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টা রাজস্থলী উপজেলা পরিষদ হল রুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এসময় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ নব নির্বাচিত মেম্বারদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া নির্বাচিত চেয়ারম্যান সহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত নির্বাচিত মেম্বারগন উপস্থিত ছিলেন। পরে অতিথি বৃন্দ নির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।

(আরএম/এসপি/জানুয়ারি ১৩, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test