E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরের ২ ইউপিতে চেয়ারম্যানসহ ১২৪ জনের মনোনয়ন গ্রহণ

২০২২ জানুয়ারি ১৩ ১৯:০২:২৩
সুবর্ণচরের ২ ইউপিতে চেয়ারম্যানসহ ১২৪ জনের মনোনয়ন গ্রহণ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে আগামি ১০ ফেব্রুয়ারি সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবলী এবং ১ নং চরজব্বার ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে শেষ ধাপের ইউপি নির্বাচন।

১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) স্লোগানে স্লেগানে প্রার্থীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে আসেন প্রার্থীদের কর্মি সমর্থকরা ।

নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন এবং সুবর্ণচর উপজেলা ও চরজব্বার থানা প্রশাসন। ভোটারদের আলোচনা সমালোচনা ও নির্বাচনী আমেজে ইতিমধ্যেই গরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ।

উপজেলা নির্বাচন কমিশন এর তথ্যানুযায়ী চরজব্বার ও চর জুবলী ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, সংরক্ষিত আসনে ২৪ জন এবং সাধারণ সদস্য পদে ৮৬ জন মনোনয়ন পত্র গ্রহণ করেছেন। অনেকে জমা দিয়েছেন তাদের মনোনয়ন পত্র, চলবে ১৬ জানুয়ারি বিকেল ৫ টা পর্যন্ত।

সুবর্ণচর উপজেলা নির্বাচন কমিশনের সদ্য যোগদানকৃত কর্তকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, "সকল প্রার্থীকে নির্বাচনী আচোরণবিধি এবং ওমিক্রনের সতর্কতা মাথায় রেখে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে প্রার্থীদের প্রচার প্রচারনা করার জন্য অনুরোধ করা হয়েছে। কোন প্রকার যেন নির্বাচনী আচোরণবিধি লঙ্গন না হয় সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি, শান্তিপূর্ণ ভোট গ্রহণে আমরা সচেষ্ট আছি"।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক তরিক খন্দকার বলেন, সদ্য শেষ হওয়া সুবর্ণচরের ৬ টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণে আমরা সতর্ক ছিলাম এবং কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই আমরা সুষ্ঠ ভোট গ্রহণ করতে সক্ষম হয়েছে চলমান চরজব্বার এবং চর জুবলীতে ভোটকে কেন্দ্র করে কোন অঘটন ঘটতে দেয়া হবেনা সে বিষয়ে চরজব্বার থানা পুলিশ সতর্ক অবস্থানে আছে। নির্বাচন শেষ হওয়া পর্যন্ত প্রসাশন মাঠে থাকবে।

(আইইউএস/এএস/জানুয়ারি ১৩, ২০২২)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test