E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পারায় আনন্দিত ভোটাররা

২০২২ জানুয়ারি ১৬ ১২:১৭:২০
প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পারায় আনন্দিত ভোটাররা

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : প্রথমবারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন চলছে। উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের ২৭ টি ওয়ার্ডে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। সুন্দর পরিবেশে ভোটাররা ভোট দিতে পেড়ে আনন্দ প্রকাশ করছে। ভোট কেন্দ্রের ভিতর ও বাহিরের পরিবেশ আইন শৃঙ্খলা বাহিনীর অনুকুলে দেখা যায়।

ভোটাররা বলছে আমরা সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হোক এটাই চাই। আমরা ভোট কেন্দ্রে সুষ্ঠপরিবেশে ভোট দিতে পেড়ে খুব ভালো লাগছে। নিজের ভোট নিজে দিয়ে যোগ্য প্রার্থীকেই আমরা বেছে নিবো।

কেন্দ্রে দায়িত্বরত পুলিশ প্রশাসন বলছে, এখন পর্যন্ত কেন্দ্রে সুন্দর ও সুশৃঙ্খল মনোরম পরিবেশ রয়েছে। আশা করছি শেষ পর্যন্তও এইরকম সুন্দর পরিবেশ বজায় থাকবে। আমরা সার্বক্ষনিক প্রস্তুত রয়েছি।

৮নং ওয়ার্ডের তাঁতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৬ নং সৈয়দপাড়া মহিলা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবদুল হামিদ তালুকদার জানান, ভোটারদের ভোট গ্রহনে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এই কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আশা করছি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।

এছাড়াও নাসিক নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষ্যে র‍্যাব বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ভুমিকা পালন করছে।

(এমএস/এএস/জানুয়ারি ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test