E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে অস্ত্র ও মাদকসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

২০২২ জানুয়ারি ১৬ ১৮:৪১:০৮
ফরিদপুরে অস্ত্র ও মাদকসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে ৩টি আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্র ও মাদকসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ রবিবার ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বিষয়টি জানান। 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শনিবার রাতে ফরিদপুর সদর উপজেলাধীন ০২ নং হাবেলী গোপালপুর ডগ বস্তির উত্তর পাশে ফাঁকা জায়গা হইতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম ডাকাতির প্রস্তুতির সময় ১।রায়েব আলী সর্দার (৪০) পিতা- মোজাম সরদার মাতা -ছাহেরা বেগম সাং হাসানহাটি , ২। পিন্টু সর্দার (৩৬) পিতা মোজাম সরদার মাতা সাহেরা বেগম সাং- হাসানহাটি, ৩। আশরাফুল শেখ পিতা- আবুল হাসান শেখ,মাতা- ফিরোজা বেগম সাং ছাগলদি মাদ্রাসার পাশে সর্ব থানাঃ নগরকান্দা ৪। মিজান শেখ (৪০) পিতা- মৃত আইয়ুব আলী শেখ মাতা- কইতরি বেগম সাং সজনকান্দা সালথা ফরিদপুর ৫। আলেপ মন্ডল ওরফে সাগর(৩০) পিতা-মৃত শাহজাহান মন্ডল মাতা- মাকিনজান বেগম সাং দয়ারামপুর থানাঃ কালুখালী জেলাঃ রাজবাড়ী ৬। শেখ মোশাররফ ওরফে মুছা (৩০) পিতা-শেখ সাহিদ মাতা- মিনারা বেগম সাং চরকমলাপুর ৭।মোশারফ হোসেন ওরফে মুসা (৪০) পিতা- মৃত শেখ ইমান, মাতা রহিমা বেগম সাং বিলমামুদপুর হাজী ভ্রমরদী বেপারীর ডাঙ্গী উভয়থানা- কতোয়ালি জেলা-ফরিদপুর কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ০২ টি দেশীয় পিস্তল ০১টি খেলনা পিস্তল ০৪ রাউন্ড গুলি ০১ টি রামদা ০১ টি বড় ছোরা ও ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উক্ত আসামিদের বিরুদ্ধে অতীতে একাধিক মামলা রয়েছে। ১৬/০১/ ২০২২ তারিখে কতোয়ালি থানা পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলা নং ৪৬ জি আর ৪৬/২০২২ ধারা ৩৯৯/৪০২ পেনালকোড।

(ডিসি/এসপি/জানুয়ারি ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test