E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাইকেল পেলো রাণীনগরের ৬৪ জন গ্রাম পুলিশ

২০২২ জানুয়ারি ১৭ ১৭:৫৩:২৭
সাইকেল পেলো রাণীনগরের ৬৪ জন গ্রাম পুলিশ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে গ্রাম পুলিশকে আধুনিকায়ন ও তাদের কর্মকান্ডকে আরো বেগমান করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপকরন বিতরন করা হয়েছে। 

সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৬৪জন গ্রাম পুলিশ সদস্য ও সদস্যাদের হাতে উপকরন হিসেবে সরকারের পক্ষ থেকে একটি করে বাইসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়া নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বছরের শুরুর দিকে এক সেট করে নতুন পোষাক ও একটি করে ছাতাও বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান প্রমুখ। এসময় অতিথিরা বলেন গ্রাম পুলিশকে আধুনিকায়ন করার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। তাদের চলাফেরা আরো সহজীকরণ করতে সরকারের পক্ষ থেকে প্রতিজন গ্রামপুলিশকে একটি করে বাইসাইকেলও প্রদান করা হচ্ছে যেন তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়নের বার্তা ও সেবা পৌছে দিতে পারেন।

(বিএস/এসপি/জানুয়ারি ১৭, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test