E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুর চিনিকলে খামার দিবস পালিত

২০২২ জানুয়ারি ১৯ ১৭:৩২:২৬
ফরিদপুর চিনিকলে খামার দিবস পালিত

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে আখচাষীদের নিয়ে খামার দিবস ২০২২ পালিত হয়েছে।

আজ বুধবার সকাল বেলা ১১ টায় চিনিকলের কুষি বিভাগের আয়োজনে ২০২১-২০২২ মাড়াই মৌসুমে আখ মাড়াই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং ২০২১-২০২২ মৌসুমে আখের উন্নত প্রযুক্তি মাঠে বিস্তারের লক্ষ্যে মিলসগেট সাবজোনের ১৪ নং ইউনিটে আড়কান্দি বটতলায় খামার দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবিরউদ্দিন মোল্যা।

মহাব্যবস্থাপক(কৃষি) মুহাম্মদ আনিসউজ্জামান এর সভপতিত্বে ও ডিজিএম (সম্প্র) প্রবীর মল্লিক এর সঞ্চলনায় খামার দিবসে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সভাপতি আব্বাস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক কাজল বসু, বিশিষ্ট আখচাষী মোতালেব ফকির, সৈয়দ এটিএম মাসউদ, মো. নজরুল ইসলাম, ওহিদুজ্জামান বাবলু, আব্দুল হাই বাশী, শাহজাহান খান প্রমুখ।

খামার দিবসে মহাব্যবস্থাপক (অর্থ) খন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মুহম্মদ মিজানুর রহমান, উপব্যবস্থাপক (ঋণ) ইমরুলহাসান, উপব্যস্থাপক (সিপি) কানিজ ফাতেমা রোকসানা, উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, মাসুদুর রহমান, শহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের আখচাষী, আখচাষী নেতৃবৃন্দ, চিনিকলের কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(এম/এসপি/জানুয়ারি ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test