E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় সরিষা ক্ষেতে মৌ বাক্সে মৌয়ালের মধু সংগ্রহ

২০২২ জানুয়ারি ১৯ ১৭:৪৬:২৫
নওগাঁয় সরিষা ক্ষেতে মৌ বাক্সে মৌয়ালের মধু সংগ্রহ

নওগাঁ প্রতিনিধি : “মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াওনা একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই”। কবি নব কৃষ্ণ ভট্টাচার্যের এই মহান উক্তিটি কাজে লাগিয়ে মৌমাছিরা যখন ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত ঠিক সে সময় মৌমাছিকে কাজে লাগিয়ে মধু সংগ্রহের মৌয়ালরা। মৌমাছির বাক্স তৈরী করে মধু আহরণে ব্যস্ত হয়ে পড়েছে তারা। এমনি দৃশ্য দেখা গেছে নওগাঁ জেলার সীমান্তবর্তী সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের এক সরিষা ক্ষেতে। দিনের পর দিন তারা মাঠের মধ্যে তাঁবু খাটিয়ে মধু সংগ্রহ করে চলেছে এবং সেখান থেকেই বিভিন্ন পাইকাড় ও খুচরোভাবে  গ্রামবাসীদের নিকট মধু বিক্রি করে চলেছেন।

অতি সম্প্রতি কথা হয় পঞ্চগড় জেলার বোদা উপজেলার মৌয়াল মনির হোসেনের সঙ্গে। তিনি জানান প্রতিবছর তিনি তার দলবল নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মৌ বাক্স নিয়ে মধু সংগ্রহ করে বেড়ান। বর্তমানে তার দলে তিনি ও তিন জন সহযোগী রয়েছে। ১৫দিন যাবত তিনি এই মাঠে মধু সংগ্রহ করে চলেছেন প্রতি সপ্তাহে তিনি প্রায় ১০ মন মধু আহরণ করে থাকেন। এর পর তিনি প্রতি কেজি মধু ৩০০ টাকা দরে বিক্রি করে থাকেন। বিভিন্ন ফল মুল চাষাবাদে কৃষকগন এখন কীটনাশক স্প্রে করে থাকেন তাই সব ধরণের ফুল হতে মধু সংগ্রহ করা যায়না। অতীতে প্রায় সারা বছর মৌ বাক্্র নিয়ে মধু সংগ্র করা যেত কিন্তু এখন তা যায়না। বছরের অধিকাংশ সময় মৌমাছিগুলিকে বাসায় রেখে চিনি ও গুড় খাইয়ে বেঁচে রাখতে হয় এতে অনেক অর্থ ব্যয় হয়ে থাকে। তবে সংগৃহীত মধু দিয়ে তাদের ৪টি পরিবার সুন্দরভাবে সারাবছর খেয়ে পরে থাকতে পারে বলে তিনি জানান। বর্তমানে তার মধু সংগ্রশালায় ২৩০টি মৌ বাক্স রয়েছে।

(বিএস/এসপি/জানুয়ারি ১৯, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test