E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জ্বালানি গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ  

২০২২ জানুয়ারি ২০ ১৬:১২:৫৪
জ্বালানি গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ  

মাজহারুল হক লিপু, মাগুরা : গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে সমাবেশ জ্বালানি গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার সকালে চৌরঙ্গী মোড়স্থ মাগুরা প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে । প্রতি কেজি মোটা চাল ৫০ থেকে ৫২ টাকা, মোটা দানার মসুর ডাল ৯৫ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৮৫ টাকা । এভাবে প্রতিটি খাদ্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। এর আগে ডিজেল লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয় । সাথে সাথে পরিবহন মালিকেরা পরিবহণ ধর্মঘট করে জনগণকে জিম্মি করে বাস ভাড়া ২৭% বাড়িয়ে নেয়। এ অবস্থায় অবিলম্বে শ্রমজীবী মানুষের জন্য আর্মি রেটে রেশন বরাদ্দ করার দাবি জানান নেতৃবৃন্দ ।

সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী এবং সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য প্রদান করেন, গণকমিটির যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ , বিশিষ্ট বামপন্থী নেতা বীরেন বিশ্বাস ।

(এম/এসপি/জানুয়ারি ২০, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test